প্রধান উপদেষ্টার সভাপতিত্বে শুক্রবার সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে জুলাই সনদে স্বাক্ষরদান করেছে ২৫টি রাজনৈতিক দল। এ সনদ প্রণয়নে ঐকমত্য কমিশনের সঙ্গে আলাপ-আলোচনায় অংশ নিলেও মতভিন্নতার কারণে স্বাক্ষরদান থেকে বিরত থেকেছে ছয়টি রাজনৈতিক দল। এর মধ্যে জুলাই আন্দোলনকারীদের রাজনৈতিক দল এনসিপি রয়েছে। অন্য পাঁচটি দলের চারটি বাম ঘরানার, একটি মধ্য-বামপন্থি। জুলাই সনদে সাতটি অঙ্গীকার রয়েছে। এর মধ্যে পঞ্চম দফাটি সনদ স্বাক্ষরের কয়েক ঘণ্টা আগে সংশোধন করা হয়। ঘড়ির কাঁটায় ঠিক বিকাল ৫টা ৫ মিনিটে প্রথমে রাজনৈতিক দলগুলোর দুইজন করে প্রতিনিধি ও জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ও সদস্যরা স্বাক্ষর করেন। এরপর ৫টা ৭ মিনিটে সনদে স্বাক্ষর করেন প্রধান উপদেষ্টা। স্বাক্ষরের পর তাঁরা সনদ উঁচিয়ে ধরে দেখান। সনদে স্বাক্ষর করার পর প্রধান উপদেষ্টা বলেন, রাজনৈতিক দল ও ঐকমত্য কমিশন ‘অসম্ভবকে সম্ভব’ করেছে। সারা বিশ্বের কাছে এটি ‘উদাহরণ হয়ে থাকবে।’ বিকাল ৪টায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল। তার আগে বেলা ১টার দিকে ‘জুলাই যোদ্ধা’ পরিচয় দিয়ে একদল লোক অনুষ্ঠানস্থলে অবস্থান নেন। একপর্যায়ে পুলিশ লাঠিপেটা করে তাদের সরিয়ে দেয়। ফলে পুলিশ ও জুলাই যোদ্ধাদের মধ্যে বেশ কিছুক্ষণ সংঘর্ষ চলতে থাকে। ইটপাটকেল নিক্ষেপ ও অগ্নিসংযোগের মাধ্যমে জুলাই যোদ্ধারা পরিস্থিতি উত্তাল করে তোলেন। জুলাই সনদে প্রধান রাজনৈতিক দলগুলোর স্বাক্ষরদানের মাধ্যমে গণতান্ত্রিক মূল্যবোধ ও জাতীয় ঐকমত্যের ভিত্তিতে জনগণের ইচ্ছাকে প্রাধান্য দেওয়া হয়েছে। কর্তৃত্ববাদী শাসনামলে গণতন্ত্র তথা জনগণের অধিকার প্রতিষ্ঠায় যেসব আন্দোলন হয়েছে এবং গণ অভ্যুত্থানের মাধ্যমে জনগণের যে বিজয় ঘটেছে, জুলাই সনদের মাধ্যমে তাতে স্বীকৃতি দেওয়া হলো। এই সনদে জনগণকে রাষ্ট্রের মালিক এবং তাদের অভিপ্রায়কে সর্বোচ্চ আইন হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। যা দেশের ভবিষ্যৎ পথ চলায় আলোর দিশা হিসেবে বিবেচিত হবে।
শিরোনাম
- পুঁজিবাজার : সূচকের পতনে চলছে লেনদেন
- কার্গো ভিলেজ এলাকায় আমদানি সংশ্লিষ্টদের ভিড়
- এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি ফ্লাইট চলাচল
- এমএলএসে মেসির রাজত্ব : ২৯ গোলসহ ১৯ অ্যাসিস্ট, পেলেন গোল্ডেন বুট
- আরও দুটি উন্নত সংস্করণের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করল ইরান
- যাত্রীচাপ সামলাতে সময় বাড়ল মেট্রোরেল চলাচলের
- এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ভাতা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
- ৪০ বছরের পথচলা শেষে বন্ধ হচ্ছে এমটিভি
- ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে জনতার ঢল, উত্তাল যুক্তরাষ্ট্র
- ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, তালিকায় সপ্তম
- স্ত্রী-সন্তান নিয়ে কেন হলিউড ছেড়েছিলেন ক্লুনি
- আরও দুই ইসরায়েলি বন্দির মরদেহ ফেরত দিল হামাস
- সতীর্থের চোটে অস্ট্রেলিয়া দলে ফিরলেন লাবুশেনে
- মেসির হ্যাটট্রিকে মায়ামির বড় জয়
- আজ আপিল বিভাগের বিচারিক কার্যক্রম বেলা ১১টা পর্যন্ত
- চার দিনের মধ্যে লঘুচাপের শঙ্কা, হতে পারে ঘূর্ণিঝড়ও
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৯ অক্টোবর)
- যুদ্ধবিরতিতে সম্মত পাকিস্তান-আফগানিস্তান
- ট্রাম্পের লক্ষ্য: আফগান-পাকিস্তান সংঘাত সমাধান হবে ‘নম্বর ৯’
- ওমানে নিহত সাত প্রবাসীর মরদেহ দেশে ফিরল