দিনাজপুরের বীরগঞ্জে ঐতিহ্যবাহী কালী মেলায় হোটেলে নাস্তা খাওয়ার পর ছয়জন অসুস্থ হয়ে পড়েছেন। তাঁদের মধ্যে একজন শিশুও রয়েছেন। স্বজনদের তৎক্ষণাৎ প্রচেষ্টায় স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।
রবিবার সকালে বীরগঞ্জ উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের কালী মেলায় এই ঘটনা ঘটে।
অসুস্থদের মধ্যে রয়েছেন- জামালপুর জেলার কাচামাল ব্যবসায়ী ময়েজ উদ্দিন (৫০), একই জেলার মো. শাহজামাল (৪০), দিনাজপুরের চিরিবন্দর উপজেলার গণেশ রায় (৫০), বীরগঞ্জের মুসকুরী গ্রামের মতিউর রহমান (১৯) ও তার বাবা মো. আমিনুর ইসলাম (৪৫) এবং হোটেল মালিক চাপাপাড়া গ্রামের মিলনের ছেলে মিম বাবু (১০)।
স্থানীয়রা জানান, প্রায় ২০০ বছরের ঐতিহ্যবাহী এই মেলা মূলত কালীপূজা উপলক্ষে আয়োজন করা হয়। মেলার আনুষ্ঠানিক উদ্বোধন সোমবার থাকলেও কয়েকদিন আগেই দেশের বিভিন্ন স্থান থেকে মানুষ মহিষ ও ঘোড়া নিয়ে দোকানপাটে অংশগ্রহণ করতে শুরু করেন।
আজ মেলায় অবস্থিত হোটেলে নাস্তা খাওয়ার পর ছয়জন অসুস্থ হয়ে পড়েন। অসুস্থদের স্বজনরা জানান, সকালে মিলনের হোটেলে নাস্তা খাওয়ার পর অসুস্থ বোধ করেন। এক পর্যায়ে তাদের জ্ঞান চলে যায়। তাৎক্ষণিকভাবে তাদের স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।
বীরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপংকর বর্মন জানান, ঘটনা জানার পর তাৎক্ষণিকভাবে অসুস্থদের চিকিৎসা নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি দুটি হোটেলকে জরিমানা করা হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/মাইনুল