টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত শিল্পাঞ্চলসমৃদ্ধ টাঙ্গাইল-১ (মির্জাপুর) আসনে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, গণঅধিকার পরিষদ, এনসিপি ও খেলাফত মজলিসের প্রার্থীরা প্রচার চালিয়ে যাচ্ছেন। এর মধ্যে বিএনপির মনোনয়নপ্রত্যাশীরা হলেন-দলের কেন্দ্রীয় শিশুবিষয়ক সম্পাদক সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী, কেন্দ্রীয় সহসাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাইদুর রহমান সাঈদ সোরহাব, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক সাদেক খান, ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয় ছাত্র-সংসদের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সালাম খান ও কৃষকদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক দীপু হায়দার খান। এ ছাড়া জামায়াতের প্রার্থী জেলা শিক্ষাবিষয়ক সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আবদুল্লাহ তালুকদার, গণঅধিকার পরিষদের প্রার্থী কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন, খেলাফত মজলিসের প্রার্থী জেলা শাখার সভাপতি মুফতি আবু তাহের তালুকদার ও ইসলামী আন্দোলনের প্রার্থী এ টি এম রেজাউল করিম আল রাজি। বিএনপির মনোনয়নপ্রত্যাশী আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেন, ‘বিগত সময়ে আমার বাড়িঘর ভাঙচুর ও জুলুম-নির্যাতন করা হয়েছে। আমি আশাবাদী, সব বিবেচনায় দল আমাকে মনোয়ন দেবে।’ জামায়াতের প্রার্থী আবদুল্লাহ তালুকদার বলেন, মানুষের মধ্যে পরিবর্তনের হাওয়া লেগেছে। সবাই এখন সচেতন। আশা করছি, সুষ্ঠু নির্বাচন হলে আমি বিজয়ী হব। গণঅধিকার পরিষদের প্রার্থী তোফাজ্জল হোসেন বলেন, তরুণ প্রার্থী হিসেবে ভোটারদের মন জয় করতে পেরেছি। নির্বাচনে বিজয়ী হয়ে সবাইকে চমক দেখাতে চাই।’