নোয়াখালীর কবিরহাটে প্রেমিকের নানার বাড়ি থেকে সায়মা ইসলাম (১৭) নামে এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য প্রেমিক আরাব বিল্লাকে (১৯) আটক করা হয়েছে। উপজেলার নরসিংহপুর গ্রামের কবির মাস্টার বাড়িতে গতকাল লাশটি পাওয়া যায়। সায়মা সদর উপজেলার মুহুরী বাড়ির প্রবাসী জিয়াউল হকের মেয়ে ও নোয়াখালী সরকারি কলেজের অনার্সের শিক্ষার্থী। আরাবের বাড়ি কবিরহাট উপজেলার মাদলা গ্রামে।
স্থানীয় সূত্র জানায়, কিছু দিন আগে সায়মার স্বজনরা তাকে পারিবারিকভাবে বিয়ে দেওয়ার চেষ্টা করে। তখন পরিবারের সদস্যরা আরাবের সঙ্গে প্রেমের কথা জানতে পারে। এ নিয়ে কয়েক দিন আগে সায়মার মা মেয়েকে গালাগাল ও মারধর করে। তিন দিন ধরে নিখোঁজ ছিল সে। ওসি শাহীন মিয়া বলেন, প্রেমিক সম্পর্ক প্রত্যাখ্যান করায় সে আত্মহত্যা করতে পারে।