মাদারীপুরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে শাহ আলম মাতুব্বর (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
রবিবার সকালে শহরের ইটেরপুল আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত শাহ আলম মাতুব্বর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের মৃত হোসেন মাতুব্বরের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে রাজৈর উপজেলার আমগ্রাম এলাকা থেকে মাহিন্দ্রাযোগে মাদারীপুরের উদ্দেশে রওনা দেন শাহ আলম মাতুব্বর। ইটেরপুল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মাহিন্দ্রাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহিন্দ্রাটি উল্টে যায় এবং চারজন গুরুতর আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে শাহ আলম মাতুব্বরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পথে তার মৃত্যু হয়।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদিল হোসেন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি।
বিডি-প্রতিদিন/মাইনুল