জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, যদি জুলাই সনদের আইনি ভিত্তি না থাকে তবে এর কোনো মূল্য বা অর্থ তৈরি হবে না। এজন্য আমরা সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নিইনি। আইনি ভিত্তি তৈরি না হলে এই আনুষ্ঠানিকতাও থাকবে না, এটি একটি গণপ্রতারণা এবং জাতির সঙ্গে প্রহসনে পরিণত হবে। গতকাল রাজধানীর বাংলামোটরে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, ’৯০-এর গণ অভ্যুত্থানের পরও তিন দলের জোটের যে রূপরেখা, সেই রাজনৈতিক সমঝোতা রক্ষা করা হয়নি। সংবিধানের মতো গুরুত্বপূর্ণ বিষয় পরিবর্তন করতে চাইলে আইনি ভিত্তি প্রয়োজন। এই ৭২-এর সংবিধান যাতে পরিবর্তন না হয়, পুরোনো ফ্যাসিস্ট কাঠামো যাতে রয়ে যায়-তার জন্য দেশের ভিতরে ও বাইরে থেকে নানান অপচেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করতে আমরা ঐকমত্য কমিশনের আলোচনার টেবিল এবং রাজপথের কর্মসূচি জারি রাখব। আইনি ভিত্তি নিশ্চিতে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন গড়ে তুলতে শিগগিরই আমাদের কর্মসূচি ঘোষণা করা হবে। শুক্রবার জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানের আগে ‘জুলাই যোদ্ধাদের’ সঙ্গে পুলিশের সংঘর্ষের প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারকে অবমাননা করা হয়েছে। এই আনুষ্ঠানিকতার সঙ্গে জনগণের কোনো ধরনের সম্পর্ক ছিল না। এখানে জনগণের আকাঙ্ক্ষার কোনো বাস্তবায়ন বা প্রতিফলন ঘটেছে বলে আমরা মনে করি না।
এ সময় এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেন, জুলাই সনদের আইনগত ভিত্তি, বৈধতা এবং বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কে জাতিকে পরিষ্কার ধারণা না দিয়েই অন্তর্বর্তী সরকার অনুষ্ঠানটি আয়োজন করেছে। বিচার সংস্কারের অংশ হিসেবে জুলাই সনদ প্রণয়ন ও বাস্তবায়নের দাবিতে সারা দেশে ‘জুলাই পথযাত্রা’ কর্মসূচি পালন করেছে এনসিপি। রাজধানী থেকে তৃণমূল পর্যন্ত জনগণ এই দাবিতে এনসিপিকে দৃঢ় সমর্থন দিয়েছে। একই সঙ্গে আমরা জাতীয় ঐকমত্য কমিশনে রাষ্ট্রের কাঠামোগত সংস্কারে জোরালো ভূমিকা রেখেছি।