চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় নিখোঁজের তিন দিন পর এক বৃদ্ধের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে সোনাকানিয়া ইউনিয়নের জমাদার পাড়া এলাকার একটি পুকুরে ভাসমান অবস্থায় লাশটি পাওয়া যায়।
নিহতের নাম মনির আহমদ (৭৮)। তিনি ওই এলাকার বাসিন্দা ছিলেন।
সাতকানিয়া থানার ওসি আবু মাহমুদ কাউছার হোসেন বলেন, গত বুধবার বিকেলে মনির আহমদ নিখোঁজ হন। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করেও তাকে পাননি। পরে শনিবার রাতে পুকুরে তার লাশ পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি পানিতে পড়ে মারা গেছেন।
তিনি আরও জানান, লাশে পচন ধরেছিল। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল