জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি দেশজুড়ে পালিত হচ্ছে ঘটা করে। সাড়ে ১৫ বছরের কর্তৃত্ববাদী শাসনের ইতি ঘটেছিল জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ও নিজেদের জীবনজীবিকায় স্বস্তি আনতেই সমাজের সব অংশের মানুষ একাত্ম হয়েছিল গণ অভ্যুত্থানের সঙ্গে। কিন্তু এক বছর পূর্তিকালে প্রত্যাশা ও প্রাপ্তির বিরাট ফারাক বড় মাপে জাতিকে আশাহত করেছে। ছাত্র-জনতার ডাকে সর্বস্তরের মানুষ রাজপথে নেমেছিল ভোটাধিকার প্রয়োগ করতে না পারার লজ্জা থেকে বাঁচতে। আগামী নির্বাচনে সে প্রত্যাশা কতটা পূরণ হবে, তা এখনো প্রশ্নের ঊর্ধ্বে নয়। বিগত তিনটি নির্বাচনের মতো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও অংশগ্রহণমূলক হওয়ার শর্তটি উপেক্ষিত থাকছে। বিগত কর্তৃত্ববাদী শাসকগোষ্ঠীর বিরুদ্ধে হত্যা, গুম ও দুর্নীতির অভিযোগ থাকলেও বিচারের অগ্রগতি এখনো শুরুর পর্যায়ে বা প্রাথমিক অবস্থায়। গত এক বছরে নির্দলীয় অন্তর্বর্তী সরকার রাজনৈতিক এজেন্ডা নিয়ে ব্যস্ত থাকায় উপেক্ষিত হয়েছে অর্থনৈতিক খাত। অর্থনীতির টেকসই পুনরুদ্ধার নিশ্চিত করা যায়নি গত এক বছরে। বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনার ক্ষেত্রেও সরকার দেখাতে পারেনি দৃশ্যমান কৃতিত্ব। ব্যাংকিং খাতে স্থিতিশীলতা, বৈদেশিক মুদ্রার রিজার্ভে উন্নতি এবং রপ্তানি আয়ে প্রবৃদ্ধি হলেও তা প্রত্যাশার তুলনায় যথেষ্ট নয়। গ্যাস ও বিদ্যুৎ সরবরাহে ব্যাঘাত উৎপাদনশীলতার জন্য বিসংবাদ ডেকে এনেছে। মূল্যস্ফীতি, টাকার অবমূল্যায়ন, ব্যাংক সুদের উচ্চহার এবং রাজনৈতিক অনিশ্চয়তা ব্যবসাবাণিজ্যের অগ্রযাত্রায় বাধা হয়ে দাঁড়িয়েছে। আইনশৃঙ্খলার অবনতি ও তথাকথিত মব জাস্টিসের দৌরাত্ম্য জনমনের পাশাপাশি শিল্প খাতেও শঙ্কা তৈরি করেছে। বন্ধ হয়েছে অনেক কলকারখানা। বেকার হয়ে পড়েছে লাখ লাখ কর্মজীবী। জুলাই গণ অভ্যুত্থানের সুফল সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে যা অন্তরায় সৃষ্টি করেছে। বর্ষপূর্তির এই সময়ে বিরাজমান সংকটের গ্রন্থিমোচনে সরকারের পক্ষ থেকে দেশের অগ্রগতির স্বার্থে ব্যবসাবান্ধব নীতি গ্রহণ করা হবে- এমনটিই প্রতাশিত।
শিরোনাম
- সংগঠনের ৭৮ শহীদ পরিবারকে সম্মাননা দেবে যুবদল
- ২৫ বছর পর ‘লগান’র সেই গ্রামে আমির খান
- বিদেশি শিক্ষার্থীদের জন্য ই-ভিসা চালু করলো যুক্তরাজ্য
- ববি সাংবাদিকতা বিভাগের নতুন চেয়ারম্যান মো. ফরহাদ উদ্দীন
- দিনাজপুরে মহাত্রিপুরারী কৈলাশপতির মহাস্নানযাত্রা উৎসব
- বগুড়ায় বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু
- মোংলায় কোস্ট গার্ডের শিক্ষা সামগ্রী বিতরণ
- মধুপুর প্রেসক্লাবের সভাপতি জয়নাল, সম্পাদক নোমান
- টাউনসভিলে বাংলাদেশি কমিউনিটির বার্ষিক পিকনিক সম্পন্ন
- বাগেরহাটে সংসদীয় আসন কমানোর প্রতিবাদে সড়ক অবরোধ, স্মারকলিপি
- কুলাউড়ায় সীমান্ত পেরিয়ে বিপাকে দুই কিশোর
- ১০ লাখ টাকার বেশি আমানত ও সঞ্চয়পত্রে রিটার্ন বাধ্যতামূলক
- বাসা আর বাসভবনের বৈষম্য দূর করতে হবে : আলাল
- ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থানে রিকশাচালকদের সম্মানে ব্যতিক্রমী মিছিল
- মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নতুন সচিব শাকিল আখতার
- বিদ্যালয় এমপিওভুক্তির দাবিতে মেহেরপুরে স্মারকলিপি প্রদান
- জুলাই গণঅভ্যুত্থান স্মরণে সিডনিতে আলোচনা সভা অনুষ্ঠিত
- থানচির বলিপাড়া থেকে অস্ত্রসহ ৩ জন আটক
- মহিমাগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি সুজা, সম্পাদক আবু বক্কর
- বুড়িচংয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত
জুলাই চেতনা
ব্যবসাবাণিজ্যেও সুফল আনুক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর