গাজাগামী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার বিভিন্ন জাহাজে বারবার হামলার অভিযোগ উঠছে। প্রেক্ষপটের গুরুত্ব বিবেচনা করে এবার হস্তক্ষেপ করার সিদ্ধান্ত নিয়েছে ইতালি।
নৌবহরে বুধবার সকালে ইসরায়েলি হামলার শিকার হওয়ার পর অ্যাক্টিভিস্টরা এখনও আতঙ্কিত। তবে তারপও এই বহর গন্তব্যের দিকে এগিয়ে যেতে বদ্ধপরিকর। ফ্লোটিলার আয়োজকরা জানিয়েছেন, তাদের যাত্রা অব্যাহত থাকবে।
এই পরিস্থিতিতে জাহাজে থাকা ইতালীয় নাগরিকদের সহায়তায় তাদের সঙ্গে একটি রণতরী পাঠাচ্ছে ইতালি।
ত্রাণ নিয়ে গাজার দিকে এগিয়ে যাওয়া এই বহরের আয়োজকরা সকালে একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে বহরের একটি জাহাজে বিস্ফোরণ হতে দেখা যাচ্ছে। অ্যাক্টিভিস্টরা জানিয়েছেন, মঙ্গলবার গভীর রাতে তারা গ্রিসের কাছে অবস্থান করার সময় বিস্ফোরণের শব্দ শুনতে পান এবং লক্ষ্য করেন যে ড্রোন তাদের কিছু নৌকাকে নিশানা করছে।
গ্লোবাল সুমুদ ফ্লোটিলা জানিয়েছে, একাধিক ড্রোন, অজ্ঞাত বস্তু ফেলে দেওয়া, যোগাযোগ ব্যবস্থায় জ্যাম এবং বেশ কয়েকটি নৌকা থেকে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
পোল্যান্ডের সাংসদ ফ্রানেক স্টারচেভস্কি এক্স পোস্টে জানান, মোট ১০টি জাহাজে ১৩টি হামলা হয়েছে এবং সেগুলোর মধ্যে তিনটি ক্ষতিগ্রস্ত হয়েছে।
বুধবার দুপুরে ইতালি ঘোষণা করে যে জাহাজে থাকা ইতালীয় নাগরিকদের সহায়তার জন্য তারা একটি জাহাজ পাঠাচ্ছে।
ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রোসেত্তো এক বিবৃতিতে বলেন, আমি নৌবাহিনীর ফ্রিগেট ফ্যাসান-এর দ্রুত হস্তক্ষেপের অনুমোদন দিয়েছি। যা ক্রিটের উত্তরে যাত্রা করছিল এবং এখন সেই এলাকার দিকে যাচ্ছে।
তিনি আরও বলেন, যদিও এই ড্রোন হামলার অপরাধীরা এই মুহূর্তে অজ্ঞাত তবুও তিনি ইতালীয় মেরিটাইম নজরদারি অভিযান মারে সিকিউরোর অংশ হিসেবে ফ্যাসানকে মোতায়েন করছেন। ইতালি ইসরায়েলের প্রতি অবিলম্বে ফ্লোটিলার নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি ইসরায়েলে অবস্থিত ইতালীয় দূতাবাসের মাধ্যমে ফ্লোটিলার অংশগ্রহণকারীদের সম্পূর্ণ সুরক্ষার গ্যারান্টি দেওয়ার জন্য ইসরায়েল সরকারের কাছে অনুরোধ পুনর্ব্যক্ত করেছেন।
সূত্র: মিডলইস্ট আই
বিডি প্রতিদিন/নাজমুল