নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকার একটি পুকুরের পানিতে ডুবে সাইফা আক্তার (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে কাঁচপুর মডার্ন ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা পুকুর থেকে লাশটি উদ্ধার করেন। বুধবার বিকেলে লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন কাঁচপুর মডার্ন ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম।
তিনি জানান, শিমরাইল এলাকার একটি পুকুরে দুইটি শিশু পানিতে পড়ে যায়। খবর পেয়ে স্থানীয়রা একটি শিশুকে উদ্ধার করতে পারলেও আরেকটি শিশু নিখোঁজ হয়। পরে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হলে আমাদের সদস্যরা ঘটনাস্থলে ছুটে যায়। সেখানে গিয়ে তারা উদ্ধার তৎপরতা শুরু করে। উদ্ধার অভিযানের প্রায় আধ ঘন্টার চেষ্টার পর পুকুর থেকে সাইফার নিথর দেহ উদ্ধার করা হয়। পরে অজ্ঞান অবস্থায় সাইফাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত সাইফা আক্তার শিমরাইল এলাকার বাসিন্দা মোহাম্মদ সাদ্দাম হোসেনের মেয়ে।
বিডি প্রতিদিন/এএম