সামাজিক ও রাজনৈতিক সহিংসতা আতঙ্কজনক হারে বেড়েছে। জনসাধারণের অসহিষ্ণু মানসিকতা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে এ ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছে। শুধু গত জুলাই মাসে দেশে রাজনৈতিক সহিংসতায় ৯ জন এবং গণপিটুনিতে নিহত হয়েছে ১৬ জন। মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের তথ্যে এ মর্মান্তিক চিত্র উঠে এসেছে। মাথা চাড়া দিয়ে উঠছে উগ্রবাদ। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশে যাতে আর কোনোভাবেই ফ্যাসিবাদ, উগ্রবাদ, চরমপন্থা, মাথা চাড়া দিয়ে উঠতে না পারে, এ ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। বৃহস্পতিবার জাতীয়তাবাদী মহিলা দলের এক আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ আহ্বান জানান। বলেন, নারী-পুরুষ-শিশু, ধর্ম-বর্ণনির্বিশেষে সবার জন্য ইনসাফভিত্তিক, গণতান্ত্রিক, নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে গোটা জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার চলমান অভিযাত্রায় সবার সমর্থন এবং সক্রিয় অংশগ্রহণও আশা করেন তিনি। ধন্যবাদ জনাব। দেশের বর্তমান সামাজিক, রাজনৈতিক পরিপ্রেক্ষিতে বৃহৎ রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতৃত্বের এমন উপলব্ধি ও আহ্বান সর্বসাধারণের মনে আশা জাগায়। গত দেড় দশকের স্বৈরাচারী শাসনে সব বিরোধী রাজনৈতিক দলের নেতা-কর্মীসহ সাধারণ মানুষ নানাভাবে দমন-পীড়ন, অত্যাচার-নির্যাতনের শিকার হয়েছে। গুম-খুনে স্বজন হারিয়েছে অসংখ্য পরিবার। জুলাই বিপ্লবেই অন্তত দেড় হাজার প্রাণ ঝরেছে। বাবা-মা তাদের আদরের সন্তান, বোন প্রিয় ভাই, স্ত্রী তার স্বামীকে হারিয়েছেন। শহীদের কাতারে নারী-শিশুদের সংখ্যাও অনেক। আহত-পঙ্গু হয়ে অসহায় জীবনের ভার বয়ে বেড়াচ্ছে হাজার হাজার মানুষ। এদের পাশে কার্যকরভাবে দাঁড়াতে হবে জাতিকে। শহীদ পরিবার যেন যথাযথ মর্যাদায় স্থায়ী সহায়তা পায়- তার বন্দোবস্ত করতে হবে। এসব কিছুর চূড়ান্ত বাস্তবায়নে প্রয়োজন অবাধ, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গঠিত গণতান্ত্রিক সরকারের হাতে রাষ্ট্রভার বুঝিয়ে দেওয়া। তবে তার আগেই কঠোর হাতে দমন করতে হবে সব সন্ত্রাসী কার্যক্রম, মব সন্ত্রাস, সামাজিক ও রাজনৈতিক খুনাখুনি। অন্তর্বর্তী সরকারকে এ বিষয়ে শক্ত পদক্ষেপ নিতে হবে। পেশাদারি দৃঢ়তায় ফিরতে হবে আইনশৃঙ্খলা রক্ষাকারী সব বাহিনীকে। তাদের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দিতে হবে যে নতুন বাংলাদেশে উগ্রবাদের জায়গা হবে না।
শিরোনাম
- আয়নার মতো স্বচ্ছ ভোট করতে চাই : সিইসি
- দ্রুতই দেশে ফিরে আসব, নির্বাচনে অংশ নেব : বিবিসি বাংলাকে তারেক রহমান
- নেপালে বন্যা ও ভূমিধসে ৩৯ জনের প্রাণহানি
- শিক্ষাবিদ সৈয়দ মনজুরুল ইসলাম লাইফ সাপোর্টে
- গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে আজ সংলাপে বসবে ইসি
- অস্ত্র সমর্পণে সম্মত হওয়ার খবর ‘ভিত্তিহীন’ : হামাস
- চীনে আঘাত হেনেছে টাইফুন মাতমো
- ইসরায়েলে আটক ফরাসি সংসদ সদস্যরা অনশনে
- বাংলাদেশকে ১৪৪ রানের লক্ষ্য দিল আফগানিস্তান
- উড়ালসেতু নয়, মেধা-প্রযুক্তিনির্ভর শিক্ষাই জাতির মেরুদণ্ড : রিজভী
- ডিসি লেকে প্রাচীর নির্মাণ বন্ধের দাবিতে শিশুদের প্রতিবাদী চিত্রাঙ্কন
- বগুড়ায় বজ্রপাতে নারীর মৃত্যু
- তরুণকে পাঁচদিন আটকে রেখে চাঁদা দাবি, কুষ্টিয়ায় দুইজন গ্রেপ্তার
- নেত্রকোনায় স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি, টিকাদান কার্যক্রম বন্ধ
- মাদারীপুরে আন্তর্জাতিক শিক্ষক দিবস পালিত
- নীলফামারীতে ঝড়ে তছনছ ৫ শতাধিক ঘরবাড়ি, আহত ৫০
- ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ডুবে ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু
- বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন
- রেললাইনের পাশ থেকে অজ্ঞাত শিশুর লাশ উদ্ধার
- মেহেরপুরে আন্তর্জাতিক শিক্ষক দিবস পালিত
উগ্রবাদের জায়গা হবে না
কঠিন বার্তা দিক সব বাহিনী
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর