বৃষ্টি হলেই জলাবদ্ধতা যেন চট্টগ্রাম মহানগরীর নিয়তি। এ দুর্ভাগ্য থেকে দেশের অর্থনীতির হৃৎপিণ্ড বন্দরনগরীর বাসিন্দাদের সুরক্ষায় তিনটি সংস্থার মাধ্যমে প্রায় সাড়ে ১৪ হাজার টাকার চারটি প্রকল্প বাস্তবায়িত হওয়ার পথে। কিন্তু এতে কোনো সুফল পাওয়া যাবে কি না, বড় মাপে সংশয় সৃষ্টি হয়েছে। স্মর্তব্য, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ ‘চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনকল্পে খাল পুনঃখনন, সম্প্রসারণ, সংস্কার ও উন্নয়ন’ শীর্ষক ৮ হাজার ৬২৬ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়ন করা প্রকল্পটির মেয়াদ আগামী বছরের জুনে শেষ হবে। প্রকল্পের অগ্রগতি ৮৪ শতাংশ। ৩৬টি খালের মধ্যে ২৫টির কাজ শতভাগ শেষ। বাকিগুলোর মধ্যে ছয়টি খালের কাজ ৯০ শতাংশের বেশি শেষ হয়েছে। আর পাঁচটি খালের কাজ সম্পন্ন হয়েছে ৯০ শতাংশের কাছাকাছি। সিডিএ ‘কর্ণফুলী নদীর তীর বরাবর কালুরঘাট সেতু থেকে চাক্তাই খাল পর্যন্ত সড়ক নির্মাণ’ শীর্ষক ২ হাজার ৭৭৯ কোটি টাকার যে প্রকল্প বাস্তবায়ন করছে তার কাজও প্রায় ৮২ শতাংশ শেষ। চসিক ‘নগরের বহদ্দারহাট বারইপাড়া থেকে কর্ণফুলী নদী পর্যন্ত নতুন খাল খনন’ শীর্ষক ২ দশমিক ৯ কিলোমিটার দৈর্ঘ্যরে ১ হাজার ৩৪৩ কোটি ২১ লাখ টাকার প্রকল্পের কাজও ৮৫ শতাংশ শেষ হয়েছে। পানি উন্নয়ন বোর্ড ‘চট্টগ্রাম মহানগরীর বন্যানিয়ন্ত্রণ, জলমগ্নতা/জলাবদ্ধতা নিরসন ও নিষ্কাশন উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের অগ্রগতি ৪৪ শতাংশ। প্রকল্পটি ২০১৯ সালের ফেব্রুয়ারি থেকে ২০২২ সালের জুনে শেষ হওয়ার কথা থাকলেও দুই দফায় মেয়াদ বাড়িয়ে ২০২৪ সালের জুন পর্যন্ত করা হয়েছিল, আবারও মেয়াদ বাড়ানো হচ্ছে। চলতি বছর ইতোমধ্যেই বৃষ্টিতে তিনবার ডুবেছে চট্টগ্রাম নগরী। অলিগলি ডুবে যাওয়ায় শিক্ষার্থীরা বিপাকে পড়েছে শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়া আসার সময়। কর্মজীবীদেরও ভোগান্তির মুখে পড়তে হয়েছে। চট্টগ্রামবাসীর ধারণা, পানিনিষ্কাশনের জন্য নেওয়া প্রকল্পগুলোতে বন্দরনগরীর লাখ লাখ মানুষের দুর্ভোগ কমানোর বদলে কর্তাব্যক্তিদের পকেটপূর্তির বিষয়টি বেশি গুরুত্ব পাওয়ায় তা সকলি গরল ভেল হওয়ার আশঙ্কা থেকেই যাচ্ছে। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সতর্ক থাকতে হবে। প্রতিটি প্রকল্প যাতে যথাযথভাবে বাস্তবায়িত হয় সেদিকে রাখতে হবে তীক্ষ নজর।
শিরোনাম
- তাবলীগ জামাতের দুই পক্ষের বিবাদ মেটাতে কমিটি হচ্ছে : ধর্ম উপদেষ্টা
- কাঠালিয়ায় সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে বসুন্ধরা শুভসংঘের ছাতা বিতরণ
- আরও একজনকে হাসপাতাল থেকে ছাড়পত্র, আশঙ্কাজনক ৩
- রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ডিপিপি অনুমোদনের দাবিতে মহাসড়কে সাংস্কৃতিক প্রতিবাদ
- ৫ আগস্ট ঘিরে নিরাপত্তা হুমকি নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা
- আরও তিন দেশে সুনামি সতর্কতা জারি
- নেত্রকোনায় জমিতে কীটনাশকের ব্যবহার নিয়ে সংবাদ সম্মেলন
- কোস্ট গার্ডের অভিযানে পাতাখালী থেকে ৩২ কেজি হরিণের মাংস জব্দ
- ঠাকুরগাঁওয়ে কাউন্সিলে হানাহানি: বিএনপির দুই নেতাকে ঘটনায় বহিষ্কার
- লাস ভেগাসে অনুষ্ঠিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র!
- কলেজছাত্র হত্যা: দুইদিনের রিমান্ডে সোলায়মান সেলিম
- অতিরিক্ত সিম বন্ধ নিয়ে নতুন সিদ্ধান্ত, ১ আগস্ট থেকে প্রক্রিয়া শুরু
- একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির আবেদন শুরু
- সেই রিয়াদের বাসা থেকে সোয়া ২ কোটি টাকার চেক উদ্ধার : ডিএমপি
- এলডিসি থেকে উত্তরণ বিষয়ক পর্যালোচনা সভা অনুষ্ঠিত
- আওয়ামী ডনদের গ্রেফতার করতে হবে : রাশেদ প্রধান
- লাঠিয়াল বাহিনী হিসেবেও ছাত্রদের ব্যবহার করেছে সরকার : আজিজুল বারী
- নারী এশিয়ান কাপ ২০২৬: ড্র, ব্র্যান্ড উন্মোচন ও ম্যাচসূচি প্রকাশ
- বিএনপি-ছাত্রদলকে এনসিপির পক্ষ থেকে ধন্যবাদ জানালেন সারজিস
- মৃত্যুদণ্ডাদেশের রায় বাতিল, খালাস পেলেন মোবারক
চট্টগ্রামে জলাবদ্ধতা
প্রকল্প বাস্তবায়নে কড়া নজর রাখুন
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর