দখলদার ইসরায়েলের ইলাত শহরের একটি হোটেলের সামনে স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় ড্রোন হামলার ঘটনা ঘটেছে। ড্রোনটি হোটেলের প্রবেশদ্বারে এসে পড়ে। ইসরায়েলি নিরাপত্তা বাহিনী ও স্বাস্থ্যকর্মীরা দ্রুত পৌঁছে যায় ঘটনাস্থলে।
টাইমস অব ইসরায়েলের বরাত দিয়ে জানা গেছে, এই হামলার পেছনে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হাত রয়েছে বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েলের সর্বদক্ষিণে অবস্থিত ইলাত শহরটি এবং একটি জনপ্রিয় পর্যটনকেন্দ্র এটি।
এদিকে, ফিলিস্তিনের গাজা সিটিতে দখলদার ইসরায়েলের লাগাতার বিমান ও ড্রোন হামলায় পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। গাজায় ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৫ হাজার ১৪১। এর মধ্যে শুধু গত ২৪ ঘণ্টায় মারা গেছে আরও ৭৯ জন। আহত হয়েছে ২২৮ জন। বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
মন্ত্রণালয় জানায়, গাজায় অনেক মরদেহ এখনো ধ্বংসস্তূপের নিচে ও রাস্তায় পড়ে আছে। উদ্ধারকর্মীরা তাঁদের কাছে পৌঁছাতে পারছেন না।
গত ২৪ ঘণ্টায় মানবিক সহায়তা সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলি সেনাদের গুলিতে আরও ৯ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৩৩ জন। ২৭ মে থেকে এ পর্যন্ত এভাবে নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ২ হাজার ৫১৩। আহত হয়েছে ১৮ হাজার ৪১৪ জনের বেশি।
এ ছাড়া অপুষ্টি ও অনাহারে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে একটি শিশু। অক্টোবর থেকে এখন পর্যন্ত অনাহারে মারা গেছে ৪৩৫ জন ফিলিস্তিনি। তাদের মধ্যে ১৪৭টি শিশু।
সূত্র: টাইমস অব ইসরায়েল, আল জাজিরা।
বিডি প্রতিদিন/এএম