মোংলায় সাইকেল র্যালির মধ্য দিয়ে গণহত্যা, যুদ্ধ, ধ্বংস, বিশৃঙ্খলা ও জীবাশ্ম জ্বালানির বিরুদ্ধে অবস্থান নেয়ার আহ্বান জানানো হয়েছে। শুক্রবার সকালে শহরতলীর মিঠাখালী বাজারে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এ র্যালির আয়োজন করে।
র্যালির উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধরা’র মোংলা শাখার নেতা মোঃ জানে আলম বাবু। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন ধরা’র কেন্দ্রীয় নেতা ও সুন্দরবন রক্ষায় আমরা’র সমন্বয়কারী পরিবেশযোদ্ধা মোঃ নূর আলম শেখ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ মোংলার সভাপতি মোঃ শাহ আলম শেখ, ক্রীড়া সংগঠক খানজাহান আলী, পরিবেশকর্মী হাছিব সরদার, ধরা’র নেতা ইদ্রিস ইমন, নাজমুল হক, মাহারুফ বিল্লাহ, ছাত্রনেতা শেখ সিফাতুল্লাহ শুভ, ডলার মোল্লা, আরাফাত আমিন দুর্জয়।
প্রধান অতিথি মোঃ নূর আলম শেখ বলেন, প্রকৃতি ও স্থানীয় জনগোষ্ঠীর সাথে সামঞ্জস্য রেখে বিশ্বব্যবস্থার ন্যায্য রূপান্তর জরুরি। জীবাশ্ম জ্বালানি বন্ধ করে নবায়নযোগ্য জ্বালানি ব্যবস্থা গড়ে তুলতে হবে। যুদ্ধ ও ক্ষতিকর প্রকল্পসমূহ বন্ধ করে জলবায়ুতে অর্থায়ন বাড়াতে হবে। পাশাপাশি আদিবাসীদের অধিকার, প্রথাগত ভূখণ্ড সুরক্ষা এবং প্রাকৃতিক বাস্তুতন্ত্র পুনরুদ্ধার করতে হবে।
সভাপতি মোঃ জানে আলম বাবু বলেন, বিশ্বব্যাপী সামরিকীকরণ ও গণহত্যা বন্ধ করে ন্যায়বিচারের ভিত্তিতে শান্তি প্রতিষ্ঠা করতে হবে।
উল্লেখ্য, সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন ও আসন্ন ব্রাজিলের কপ-৩০ সম্মেলনকে সামনে রেখে এ সাইকেল র্যালির আয়োজন করা হয়।
বিডি প্রতিদিন/আশিক