দারিদ্র্যমোচনে একসময় বাংলাদেশ স্বল্পোন্নত দেশগুলোর কাছে আইকনে পরিণত হয়েছিল। সেই দিন এখন আর নেই। এ ক্ষেত্রে সামনের দিকে এগোনোর বদলে রূপকথার ভূতের মতো পেছনে হাঁটা শুরু করেছি আমরা। ফলে বাড়ছে দরিদ্রের সংখ্যা। বিশেষ করে শহর এলাকার গরিব মানুষ সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে গ্রামের গরিবদের চেয়েও উপেক্ষিত। রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট র্যাপিড-এর সম্প্রতি এক গবেষণায় বলা হয়েছে, শহরের দরিদ্ররা সরকারি সুরক্ষা কর্মসূচির মাত্র এক পঞ্চমাংশের উপকারভোগী। অতিদরিদ্রদের মধ্যে এই বঞ্চনা আরও বেশি। দেশের প্রায় অর্ধেক অতিদরিদ্র পরিবার কোনো ভাতা বা সুবিধা পায় না, শহরে এই হার ৬৪ শতাংশ। বাংলাদেশের সুরক্ষামূলক ব্যবস্থা শুরু থেকেই গ্রামীণ ক্ষুধা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় তৈরি হয়েছিল। বিধবা, প্রবীণ বা প্রতিবন্ধীদের ভাতা, এমনকি শিক্ষাবৃত্তিও গ্রামীণ পরিবারেই বেশি পায়। শহরের দরিদ্রদের জন্য আলাদা ২৩টি প্রকল্প মিলিয়ে বাজেটের মাত্র ৪ শতাংশ ব্যয় হয়। অথচ গ্রামীণ দরিদ্রদের জন্য থাকা ৫০টি প্রকল্প পায় ২৭ শতাংশ। অধিকাংশ ভাতা ও বৃত্তির ৮০ শতাংশেরও বেশি উপকারভোগী গ্রামে। শহুরে বাস্তবতায় এই বৈষম্য ভয়াবহ। নগর বস্তিগুলোয় মানুষ গাদাগাদি করে থাকে; বিদ্যুৎ, বিশুদ্ধ পানি, স্বাস্থ্যসেবা ও শিক্ষার মতো মৌলিক অধিকার থেকে তারা বঞ্চিত। ফুটপাতেই দিন কাটাতে হয় শহরের অতিদরিদ্রদের। জীবনযাত্রার খরচ, বেকারত্ব ও অস্বাস্থ্যকর পরিবেশ শহুরে দরিদ্রদের দুর্ভোগ বাড়াচ্ছে। তাদের শিশুদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ছে। যাদের অনেকে যেতে পারে না স্কুলে। শিশুদের অল্প বয়সেই কাজ শুরু করতে হয়। এভাবে তারা দারিদ্র্য চক্রের হাত থেকে বেরোনোর সুযোগও হারায়। অন্তর্বর্তী সরকারের এক বছরে দারিদ্র্য মোচনের কোনো টেকসই উদ্যোগ চোখে পড়েনি। সামাজিক সুরক্ষায় যেটুকু উদ্যোগ আছে তাও স্বার্থান্বেষী গোষ্ঠী ও দুর্নীতির কারণে নষ্ট হয়। জুলাই অভ্যুত্থানে সাধারণ মানুষ রাজপথে নেমেছিল নিজেদের জীবন-জীবিকায় ইতিবাচক পরিবর্তনের আশায়। কিন্তু অন্তর্বর্তী সরকারের এক বছরে সে প্রত্যাশা সকলি গরল ভেল হয়ে দাঁড়িয়েছে। রাজনৈতিক দলগুলো নির্বাচনি বিতর্কেই ব্যস্ত। দারিদ্র্য মোচনে তাদের কোনো আগ্রহ যে আছে, তা স্পষ্ট নয়। এ দুর্ভোগ্যের অবসান হওয়া দরকার।
শিরোনাম
- গাজা নগরীতে দুই দিনে দেড় শতাধিক হামলা ইসরায়েলের
- গাজাবাসীকে ফের জোরপূর্বক উচ্ছেদের নিন্দায় পোপ
- স্বর্ণের দাম কমেছে
- ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব ইউরোপিয়ান ইউনিয়নের
- ছাত্র সংসদ আর জাতীয় নির্বাচন এক নয় : টুকু
- যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কেনা বন্ধ করলো কলম্বিয়া
- রেমিট্যান্স প্রবাহে ২৮.৫ শতাংশ প্রবৃদ্ধি
- বিশ্ব বাণিজ্যে রূপান্তর ঘটাবে কৃত্রিম বুদ্ধিমত্তা : বিশ্ব বাণিজ্য সংস্থা
- আবারও রিজার্ভ ৩১ বিলিয়ন ডলার ছাড়াল
- দুর্গাপূজা ঘিরে স্বৈরাচারের অপচেষ্টার বিরুদ্ধে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে : তারেক রহমান
- র্যাংকিংয়েও আফগানদের টপকে গেল টাইগাররা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু
- ‘পিআর ইস্যুতে আলোচনার টেবিল রেখে রাজপথে যাওয়া স্ববিরোধিতা’
- শেখ হাসিনা ও তার পরিবারের কেউ ভোট দিতে পারবেন না
- ভাঙ্গা থানায় ভাঙচুরের ঘটনায় নিক্সন চৌধুরীসহ ২৯ জনের নামে মামলা
- ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’ এ উড্ডয়ন প্রশিক্ষণ অনুশীলন
- ‘পিআর পদ্ধতির দাবি জনগণের প্রত্যাশার প্রতি মুনাফেকি’
- ফেব্রুয়ারিতেই স্বচ্ছ ও উৎসবমুখর নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা
- দুর্গাপূজায় কোনো ধরনের হুমকি নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা
- হাসিনার আরও দুটি লকার জব্দ