উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে নাপোলিকে উড়িয়ে দিয়ে টুর্নামেন্টে দুর্দান্ত শুরু করেছে ম্যানচেস্টার সিটি। ম্যাচে সিটির হয়ে একটি গোল করা আর্লিং হালান্ড ইউরোপীয় ক্লাবের সর্বোচ্চ এই প্রতিযোগিতায় দ্রুততম ৫০ গোল করার রেকর্ড গড়েছেন। এক্ষেত্রে তিনি খেলেছেন ৪৯ ম্যাচ।
ইতিহাদ স্টেডিয়ামে বৃহস্পতিবার রাতে হালান্ড ও তরুণ জেরেমি ডোকুর গোলেই ২-০ ব্যবধানে সহজ জয় তুলে নিয়ে নতুন মৌসুম শুরু করল পেপ গার্দিওলার শিষ্যরা।
মাঠে নামার পূর্বে হালান্ডের আগে রেকর্ডটি ছিল ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদের সাবেক তারকা রুড ভ্যান নিস্টলরয়ের (৬২ ম্যাচ)।
২০২২ সালে বরুসিয়া ডর্টমুন্ড থেকে ম্যানসিটিতে যোগ দেন হালান্ড। এখন পর্যন্ত তিনি ১৫১ ম্যাচে ১৩০টি গোল করেছেন। চলতি মৌসুমে একইভাবে গোলের ক্ষুধা দেখিয়ে চলেছেন হালান্ড। জাতীয় দল ও ক্লাব মিলিয়ে ৭ ম্যাচে তার গোল ১২টি। সম্প্রতি মলদোভার বিপক্ষে নরওয়ের ১১-১ ব্যবধানে জয়ের ম্যাচেও এই গোলমেশিন ৫ গোল করেছেন। চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপীয় লিগের সর্বোচ্চ গোলদাতাদের এলিট লিস্টে জায়গা করে নিয়েছেন হালান্ড, ছাড়িয়ে গেছেন আলফ্রেডো স্টেফানো ও জ্লাতান ইব্রাহিমোভিচকেও। উয়েফার সর্বোচ্চ গোলদাতার তালিকায় তার অবস্থান বর্তমানে যৌথভাবে দশম। সমান গোলে তার পাশাপাশি আছেন ফিলিপে ইনজাঘি এবং এক গোলে এগিয়ে থিয়েরি অঁরি।
অবশ্য চ্যাম্পিয়ন্স লিগে সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে দ্রুততম ৫০ গোলের রেকর্ডটি এখনও লিওনেল মেসির দখলে। বার্সেলোনার সাবেক এই তারকা টুর্নামেন্টটিতে ২৪ বছর ২৮৪ দিন বয়সে ওই কীর্তি গড়েন। এ ছাড়া চ্যাম্পিয়ন্স লিগে দ্রুততম ৬০ (৮০ ম্যাচ) ও ৭০ গোলের (৯০ ম্যাচ) রেকর্ডটিও আর্জেন্টাইন মহাতারকার দখলে। যা পরবর্তী লক্ষ্য হতে পারে হালান্ডের। ৭৯ ম্যাচে ৫০ গোল করা কিলিয়ান এমবাপের বর্তমান গোলসংখ্যা ৫৭।
একই প্রতিযোগিতায় দ্রুততম (১০০ ম্যাচ) ৮০ গোলের রেকর্ড রয়েছে বার্সেলোনা ও পোলিশ ফরোয়ার্ড রবার্ট লেভান্ডফস্কির। তিনি এখনও চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ গোলদাতার তালিকায় তৃতীয় (১০৫)। সামনে আছেন যথাক্রমে রোনালদো (১৪১) ও মেসি (১২৯)। যদিও এই দুই মহাতারকাই ইউরোপীয় ক্লাব ছেড়েছেন বছর দুয়েক আগে।
ইতিহাদে শুরুর দিকে নাপোলি বেশ প্রতিদ্বন্দ্বিতা করছিল। কিন্তু ২১ মিনিটেই ম্যাচের মোড় ঘুরে যায়। গোলরক্ষকের মুখোমুখি হওয়া হালান্ডকে আটকাতে ডি-বক্সের বাইরে ফাউল করে বসেন নাপোলি অধিনায়ক জিওভান্নি দি লরেন্সো। ভিএআরের সাহায্যে রেফারি তাকে দেখান সরাসরি লাল কার্ড। এক ঝটকায় ১০ জনের দলে পরিণত হয় ইতালিয়ান চ্যাম্পিয়নরা, আর তাদের সব পরিকল্পনাই ভেস্তে যায়।
এরপর থেকে শুধু রক্ষণ সামলাতেই ব্যস্ত থাকতে হয় নাপোলিকে। প্রথমার্ধে সিটির আক্রমণ ঝড় সামলাতে গিয়ে ঘাম ঝরাতে হয় গোলরক্ষক মিলিনকোভিচ-সাভিচকে। কেবল তার অসাধারণ সেভেই টিকে ছিল দল। তবে দ্বিতীয়ার্ধে আর রক্ষা হয়নি।
৫৬তম মিনিটে ফিল ফোডেনের উঁচু করে বাড়ানো বলে দুর্দান্ত হেডে গোল করেন হালান্ড। এটি ছিল তার চ্যাম্পিয়নস লিগে ৫০তম গোল; আরও রেকর্ড গড়ে ফেললেন তিনি। মাত্র ৪৯ ম্যাচ খেলেই এই মাইলফলক স্পর্শ করে দ্রুততম ৫০ গোলের রেকর্ড গড়লেন নরওয়ের গোলমেশিন। আগের রেকর্ড ছিল রুড ফন নিস্টলরয়ের, ৬২ ম্যাচে।
এর কিছুক্ষণ পরই মাঠ মাতান ডোকু। ৬৫তম মিনিটে প্রতিপক্ষের চার ডিফেন্ডারকে কাটিয়ে কোনাকুনি শটে গোল করেন এই তরুণ বেলজিয়ান। স্কোরলাইন তখন ২-০।
শেষ পর্যন্ত আর কোনো গোল হয়নি। পুরো ম্যাচে নাপোলির একমাত্র শটই থেকে যায় হতাশার প্রতীক হয়ে। সহজ জয়ে নতুন মৌসুমে চ্যাম্পিয়নস লিগ যাত্রা শুরু করে গতবারের শিরোপাজয়ী ম্যানসিটি।
বিডি-প্রতিদিন/বাজিত