জুলাই বিপ্লবোত্তর অন্তর্বর্তী সরকার তিনটি প্রধান লক্ষ্যে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেয়। সংস্কার, বিচার ও নির্বাচন। সংস্কারের মাধ্যমে দীর্ঘ স্বৈরশাসনে ভেঙে পড়া গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে ঢেলে সাজানো, গুম-খুন-গণহত্যার বিচার এবং অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা। বিভিন্ন ক্ষেত্রে যে সংস্কার চলছে, তা দৃশ্যমান। বিচারও শুরু হয়েছে। পতিত স্বৈরাচারের দোসর অনেক মন্ত্রী, এমপি, বড় কর্মকর্তা, এমনকি একজন সাবেক প্রধান বিচারপতি গ্রেপ্তার হয়ে বিচারের সম্মুখীন। পতিত-পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিত হয়েছেন। অসংখ্য মামলা হয়েছে তিনি এবং তার দোসরদের বিরুদ্ধে। এগুলো শেষ হতে সময় লাগবে। আশার বিষয়, কাজগুলো চলছে। সরকার পতনের বছর পেরোনোর মুখেও দেখা যাচ্ছে শেখ পরিবার ও আওয়ামী সুবিধাভোগীদের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার, অর্থসম্পত্তি জব্দ চলছে। নানা ষড়যন্ত্র-প্রতিকূলতায়ও জুলাইয়ের চেতনা যে হারিয়ে যায়নি, এগুলো তারই প্রমাণ। রইল বাকি নির্বাচন। সে প্রস্তুতিও থেমে নেই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জোরদার প্রস্তুতি শুরু করেছে অন্তর্বর্তী সরকার। নিরাপত্তা নিশ্চিত করে, ইতিহাসের সেরা নির্বাচন আয়োজনের লক্ষ্যে সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় শুরু হয়েছে। সেনা, পুলিশ ও প্রশাসনের মধ্যে বোঝাপড়ার কাজগুলোও করা হচ্ছে। সেপ্টেম্বর থেকে দেড় লাখ পুলিশ সদস্যকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। তৃণমূল বা মাঠপর্যায়ে জনগণের নির্বাচন-ভাবনার খবর পাঠানোর নির্দেশনাও দেওয়া হয়েছে। সোমবার প্রধান উপদেষ্টার সভাপতিত্বে নির্বাচনের প্রস্তুতি ও পর্যালোচনা নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সভা শেষে এ সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়। নির্বাচনে সেনাবাহিনীর প্রায় ৬০ হাজার সদস্য দায়িত্ব পালন করবেন বলে জানানো হয়। গত বছর ৫ আগস্টের পর থেকেই সেনাবাহিনী মাঠে রয়েছে। বিচারিক ক্ষমতাও দেওয়া হয়েছে। আগামী নির্বাচনে তাদের বলিষ্ঠ ভূমিকা আশা করে জাতি। বলা বাহুল্য উদ্যোগ, প্রস্তুতি স্বচ্ছ ও সন্তোষজনক। এখন সব মহলের সদিচ্ছা, সক্রিয় অংশগ্রহণ ও দায়িত্বশীল ভূমিকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেশে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের শুভযাত্রার সূচনা করুক। আর এই ধারা ভাঙার সব অন্ধকার গলিঘুঁজি যেন চিরতরে সিলগালা করা হয়, তার স্থায়ী বন্দোবস্ত বাস্তবায়ন হোক।
শিরোনাম
- আমিরাতের ক্ষোভে রাষ্ট্রদূতকে ফেরত নিচ্ছে ইসরায়েল
- তাবলীগ জামাতের দুই পক্ষের বিবাদ মেটাতে কমিটি হচ্ছে : ধর্ম উপদেষ্টা
- কাঠালিয়ায় সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে বসুন্ধরা শুভসংঘের ছাতা বিতরণ
- আরও একজনকে হাসপাতাল থেকে ছাড়পত্র, আশঙ্কাজনক ৩
- রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ডিপিপি অনুমোদনের দাবিতে মহাসড়কে সাংস্কৃতিক প্রতিবাদ
- ৫ আগস্ট ঘিরে নিরাপত্তা হুমকি নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা
- আরও তিন দেশে সুনামি সতর্কতা জারি
- নেত্রকোনায় জমিতে কীটনাশকের ব্যবহার নিয়ে সংবাদ সম্মেলন
- কোস্ট গার্ডের অভিযানে পাতাখালী থেকে ৩২ কেজি হরিণের মাংস জব্দ
- ঠাকুরগাঁওয়ে কাউন্সিলে হানাহানি: বিএনপির দুই নেতাকে ঘটনায় বহিষ্কার
- লাস ভেগাসে অনুষ্ঠিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র!
- কলেজছাত্র হত্যা: দুইদিনের রিমান্ডে সোলায়মান সেলিম
- অতিরিক্ত সিম বন্ধ নিয়ে নতুন সিদ্ধান্ত, ১ আগস্ট থেকে প্রক্রিয়া শুরু
- একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির আবেদন শুরু
- সেই রিয়াদের বাসা থেকে সোয়া ২ কোটি টাকার চেক উদ্ধার : ডিএমপি
- এলডিসি থেকে উত্তরণ বিষয়ক পর্যালোচনা সভা অনুষ্ঠিত
- আওয়ামী ডনদের গ্রেফতার করতে হবে : রাশেদ প্রধান
- লাঠিয়াল বাহিনী হিসেবেও ছাত্রদের ব্যবহার করেছে সরকার : আজিজুল বারী
- নারী এশিয়ান কাপ ২০২৬: ড্র, ব্র্যান্ড উন্মোচন ও ম্যাচসূচি প্রকাশ
- বিএনপি-ছাত্রদলকে এনসিপির পক্ষ থেকে ধন্যবাদ জানালেন সারজিস
নির্বাচনের প্রস্তুতি
সুষ্ঠু ভোটের সূচনা হোক
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর