চট্টগ্রাম গুডস পোর্ট ইয়ার্ড (সিজিপিওয়াই) এলাকায় কবরস্থান, মসজিদ ও শতবর্ষী মাজার সংরক্ষণের দাবিতে মানববন্ধন করেছেন রেলকর্মীরা। বৃহস্পতিবার আয়োজিত এ মানববন্ধনে পুলিশ ও আনসার সদস্যরা বাধা দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
রেল সূত্র জানায়, সিজিপিওয়াই এলাকার ২১ দশমিক ২৯ একর জমি ইনল্যান্ড কনটেইনার ডিপো (আইসিডি) নির্মাণের জন্য লিজ দেওয়া হয়েছে। প্রথমে এ লিজ দেওয়া হয় কনটেইনার কোম্পানি বাংলাদেশ লিমিটেড (সিসিবিএল)-কে, পরে বেসরকারি প্রতিষ্ঠান ‘সাইফ লজিস্টিকস এলায়েন্স’ এর সঙ্গে চুক্তি সম্পন্ন হয়।
রেলকর্মীদের অভিযোগ, লিজ চুক্তিপত্রে কবরস্থান ও মসজিদ সংরক্ষণের শর্ত থাকা সত্ত্বেও জমি হস্তান্তর করা হয়েছে। তারা জানান, ১৯৯৫ সালে এক রেলকর্মীর মৃতদেহ ‘বহিরাগত’ হিসেবে বন্দর কবরস্থানে দাফন করা হয়নি। পরে সহকর্মীরা তাকে বর্তমান কবরস্থানে দাফন করেন। ধীরে ধীরে এ জায়গা ৩২ বছর পুরনো কবরস্থানে রূপ নেয়, যেখানে বর্তমানে ৪৫০টিরও বেশি কবর রয়েছে।
বিডি প্রতিদিন/আশিক