ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের তোড়জোড় শুরু হয়েছে ইতোমধ্যে। গতকাল ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। মনোনয়নপত্র দাখিল ও জমা দেওয়ার ব্যাপারে গত দুই দিন সরব ছিলেন বিভিন্ন ছাত্রসংগঠনের নেতা-কর্মীরা। আটটি প্যানেল আলাদা আলাদাভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেছে। তবে অধিকাংশ সংগঠনই প্যানেলের নাম ও পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করতে পারেনি। মনোনয়নপত্র সংগ্রহের সময় এক ছাত্রদল নেত্রী মবের স্বীকার হয়েছেন। যা ডাকসু নির্বাচন কতটা সুষ্ঠু হবে কিংবা নির্বাচনের জন্য সুষ্ঠু পরিবেশ রয়েছে কি না, প্রশ্ন সৃষ্টি করেছে। এ বছর ডাকসু নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদল-সমর্থিত প্যানেল, ইসলামী ছাত্রশিবির-সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’, গণতান্ত্রিক ছাত্র সংসদ-সমর্থিত ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’ প্যানেল, ছাত্র অধিকার পরিষদ-সমর্থিত ‘ডাকসু ফর চেঞ্জ’, ইসলামী ছাত্র আন্দোলন-সমর্থিত প্যানেল, বাম ছাত্রসংগঠনসমূহের গণতান্ত্রিক ছাত্রজোট-সমর্থিত প্যানেলে মনোনয়নপত্র সংগ্রহ করেন শিক্ষার্থীরা। এ ছাড়া উমামা ফাতেমার নেতৃত্বে একটি এবং ‘ডিইউ ফার্স্ট’ নামে আরেকটি স্বতন্ত্র প্যানেলে প্রার্থীরা মনোনয়ন সংগ্রহ করেছেন। বাংলাদেশ ছাত্র ফেডারেশন ও ‘জুবায়ের-মুসাদ্দেক স্বতন্ত্র প্যানেল’ দুটি আংশিক প্যানেলে নির্বাচনে অংশ নিচ্ছে। জাতীয় নির্বাচনের আগে যে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, তার দিকে রয়েছে সারা দেশের সচেতন মানুষের দৃষ্টি। ডাকসুকে একসময় বলা হতো মিনি পার্লামেন্ট। ডাকসু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী অনেকেই ছাত্রজীবন শেষে দেশের রাজনীতিতে বিশিষ্ট ভূমিকা রেখেছেন। দেশের সব গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে ডাকসুর অনন্য ভূমিকা রয়েছে। ১৯৯০ সালে স্বৈরতন্ত্রের পতন শেষে গণতন্ত্রের যুগে প্রবেশ করে দেশ। তবে ডাকসুর জন্য তা প্রকারান্তরে দুঃসময়ের অবতারণা করে। ১৯৯০ সালের পর সর্বশেষ ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয় ২৯ বছর পর ২০১৯ সালে। স্বাধীনতার পর প্রতিটি ডাকসু নির্বাচনে জয়ী হয়েছে সরকারবিরোধীরা। এ কারণে ২৯ বছর ধরে ডাকসু নির্বাচন হয়নি ক্ষমতাসীন সরকারগুলোর কারসাজিতে। এ বছর যে ডাকসু নির্বাচন হবে তাতে জাতীয় রাজনীতি কোন পথে এগোচ্ছে, তা কতটুকু জানা যাবে তা প্রশ্নের ঊর্ধ্বে নয়। তবে ছাত্র আন্দোলনের আন্দোলন-সংগ্রামে কারা এগিয়ে, তা স্পষ্ট হবে নির্বাচনের ফলাফলে।
শিরোনাম
- স্কুল-কলেজে শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ
- একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ আজ
- যুদ্ধ বন্ধের কূটনৈতিক প্রচেষ্টার মাঝেও রাশিয়া-ইউক্রেন হামলা অব্যাহত
- ৫ দিন ভারি বৃষ্টির সতর্কতা, ১০ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা
- প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ ব্রিটিশ হাইকমিশনারের
- প্রতিকূল পরিস্থিতিতেও দৃঢ়চিত্ত ড. ইউনূস
- তেজগাঁও বিভাগে বিশেষ অভিযানে গ্রেফতার ৫৬
- গরু চরাতে গিয়ে গ্রেনেডের খোঁজ
- চট্টগ্রাম জেলা প্রশাসনের অনন্য উদ্যোগ
- জয়পুরহাটে বিশ্ব আলোকচিত্র দিবসে ফটোওয়াক ও ফটো আড্ডা
- রংপুরে কাভার্ডভ্যান চাপায় দুলাভাই-শ্যালিকা নিহত
- গ্রিসে খালেদা জিয়ার জন্মদিনে দোয়া মাহফিল
- বুড়িচং থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত
- বরিশালে পৃথক দুই জায়গায় পানিতে ডুবে চার শিশুর মৃত্যু
- রূপগঞ্জে ভবিষ্যতের উদ্ভাবক বিষয়ক প্রদর্শনী
- পাবনার চতরা বিলে গোপন অস্ত্র তৈরির কারখানার সন্ধান, আটক ২
- কুমিল্লায় বিনাধান নিয়ে কৃষক প্রশিক্ষণ
- মেটাকে শিশুদের জন্য সংবেদনশীল চ্যাটবট সরানোর আহ্বান ব্রাজিলের
- ওয়াশিংটনের বৈঠক যুদ্ধ বন্ধে ‘সত্যিকার গুরুত্বপূর্ণ পদক্ষেপ’ : জেলেনস্কি
- স্পেনে তাপপ্রবাহে ১৬ দিনে সাড়ে ১১শ’ মানুষের মৃত্যু
ডাকসু নির্বাচন
দেশবাসীর দৃষ্টি নিবদ্ধ যেদিকে
প্রিন্ট ভার্সন

টপিক
সর্বশেষ খবর