বুধবার রাতভর ইউক্রেনে হামলা চালিয়েছে রাশিয়া। এতে পশ্চিম ইউক্রেনে একজন নিহত এবং কমপক্ষে ১৮ জন আহত হয়েছেন। হামলায় একটি মার্কিন ইলেকট্রনিকস উৎপাদনকারী প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানিয়েছে ইউক্রেন কর্তৃপক্ষ।
দেশটির স্থানীয় জরুরি সেবা বিভাগ জানিয়েছে, জাকারপাট্টিয়া অঞ্চলের মোকাচেভো শহরে একটি ক্ষেপণাস্ত্র হামলায় এক ডজনের বেশি মানুষ আহত হয়েছেন এবং উৎপাদন সংক্রান্ত গুদামঘর ধ্বংস হয়ে গেছে।
জাতীয় টেলিভিশনে অঞ্চলটির গভর্নর মাইরোস্লাভ বিলেটস্কি ধোঁয়ায় ঘেরা ভবনের কাছে দাঁড়িয়ে বলেন, এই প্ল্যান্টে কেবল বেসামরিক ইলেকট্রনিক্স উৎপাদন করা হতো।
ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা এক্সে লিখেছেন, “এটি একটি সম্পূর্ণ বেসামরিক প্রতিষ্ঠান, যার সঙ্গে প্রতিরক্ষা বা সামরিক কোনও সম্পর্ক নেই। এটি মার্কিন ব্যবসার ওপর রাশিয়ার প্রথম হামলা নয়, এর আগে কিয়েভে বোয়িং অফিসসহ অন্যান্য প্রতিষ্ঠানে হামলা চালানো হয়েছে।”
এদিকে রুশ হামলায় পশ্চিমের লভিভ শহরে এক ব্যক্তি নিহত হয়েছেন, তিনজন আহত হয়েছেন এবং ২৬টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, জানিয়েছেন গভর্নর ম্যাক্সিম কোজিটস্কি। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, রাশিয়া এই হামলায় ৫৭৪টি ড্রোন এবং ৪০টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে, যা আগস্ট মাসের মধ্যে সর্ববৃহৎ হামলা।
হামলা এমন সময় সংঘটিত হলো যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার সঙ্গে ইউক্রেন যুদ্ধ শেষ করার জন্য তীব্র প্রচেষ্টা চালাচ্ছেন। সূত্র: রয়টার্স
বিডি প্রতিদিন/একেএ