কুমিল্লা বুড়িচং উপজেলায় তিনটি কীটনাশক, সার ও বীজ বিক্রেতাকে ১১০০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বুড়িচং ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) মোসাঃ সোনিয়া হক। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো আতিকুর রহমান, বুড়িচং উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, বুড়িচং থানার সাব ইন্সপেক্টর ফরহাদ হোসেন। বৃহস্পতিবার বিকালে উপজেলার মসজিদ মার্কেট রোডে মেয়াদ উত্তীর্ণ কীটনাশক, বীজ ও রেজিস্ট্রি বিহীন কীটনাশক পাওয়ায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
বুড়িচং ভূমি কমিশনার সোনিয়া হক জানান, নিয়মিত বিভিন্ন কীটনাশক, সার ও বীজ দোকানগুলোতে মেয়াদোত্তীর্ণ কীটনাশক, বীজ ও নকল লোগো রেজিস্ট্রিহীন কীটনাশকের বিষয়গুলো মনিটরিং করা হচ্ছে।
বিডি প্রতিদিন/এএ