মব জাস্টিস মানে জনতার বিচার। ‘নিজের হাতে আইন তুলে নেওয়া উচ্ছৃঙ্খল জনতার বিচার’ বললেও ভুল হবে না। ভুল হবে না- যদি বলা হয়, একদল বিশৃঙ্খল মানুষের আইন ভেঙে চরম অনিয়মের অবিচার। এমন সন্ত্রাস বা সহিংসতার অধিকার রাষ্ট্র কাউকে দেয়নি। পরিতাপের বিষয়, জুলাই বিপ্লবে ছাত্র-জনতার অভ্যুত্থানে স্বৈরাচার পতনের পর, দলবদ্ধভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করে, আইন নিজেদের হাতে তুলে নেওয়ার ঘটনা বেড়েছে। এসব ঘটনা ঘিরে সামাজিক মাধ্যমসহ গণমাধ্যমে ‘মব জাস্টিস’ শব্দবন্ধ ব্যাপকভাবে চর্চিত হয়। দুর্ভাগ্য যে নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকারের বছরপূর্তির পর এখনো এ অন্যায় ঘটছে এবং তা নিয়ে কথা হচ্ছে সব মহলে। স্বয়ং স্বরাষ্ট্র উপদেষ্টা সোমবার তাঁর মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে বলেন, ‘ঢাকার আশপাশে মব জাস্টিস কমলেও দেশের বিভিন্ন এলাকায় এখনো চলছে। আমরা চেষ্টা করছি কমিয়ে আনার।’ কী অসহায় স্বীকারোক্তি! বিষয়টা গভীরভাবে বিশ্লেষণ দাবি করে। উচ্ছৃঙ্খল জনতা কাউকে পিটিয়ে মারবে, কারও বাড়িঘর-প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর করবে, সমাজে সদর্পে নাশকতা-সন্ত্রাস চালাবে- এটা কোনো সভ্য সমাজে চলতে পারে না। আইয়ামে জাহেলিয়ার যুগেও এমন বর্বরতা ছিল কিনা সন্দেহ। এই সুযোগটাই নিচ্ছে মতলবী মহল। ব্যক্তি, দল বা গোষ্ঠীর স্বার্থ হাসিলে কোনো না কোনো হুজুগ তুলে, ট্যাগ লাগিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করার অপতৎপরতা চালাচ্ছে দুর্বৃত্তরা। সুযোগসন্ধানী রাজনৈতিক পান্ডারা। এদের কঠোর হাতে দমন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পেশাগত দায়িত্ব। প্রতিরোধে ভূমিকা রাখা সমাজের প্রতিটি মানুষের নৈতিক কর্তব্য। অথচ পুলিশ এখনো যথাযথ দৃঢ়তায় দাঁড়াতে পারেনি। নানা ঘটনা-দুর্ঘটনায় তাদের অনভিপ্রেত অসহায়ত্ব ফুটে উঠছে। প্রয়োজনে খোলনলচে বদলে একে ঢেলে সাজানো হোক। জনগণও ঝুঁকি নিয়ে এগোতে চায় না। ‘বিড়ালের গলায় ঘণ্টা বাঁধতে’ যাওয়ার মানুষ নেই। সমাজ ও প্রশাসনের এমন গা-ছাড়াভাব চলতে পারে না। সাধারণ বা নির্দোষ মানুষ যেন কোনোভাবেই হয়রানির শিকার না হয়- নিশ্চিত করতে হবে সরকারকে। এ ক্ষেত্রে অক্ষমতাকে বড় ব্যর্থতা বলে চিহ্নিত করে জনগণ। সে ব্যর্থতা মেনেও নেয় না। এটা সরকারের অগ্রগণ্য বিবেচনায় রাখা উচিত।
শিরোনাম
- স্কুল-কলেজে শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ
- একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ আজ
- যুদ্ধ বন্ধের কূটনৈতিক প্রচেষ্টার মাঝেও রাশিয়া-ইউক্রেন হামলা অব্যাহত
- ৫ দিন ভারি বৃষ্টির সতর্কতা, ১০ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা
- প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ ব্রিটিশ হাইকমিশনারের
- প্রতিকূল পরিস্থিতিতেও দৃঢ়চিত্ত ড. ইউনূস
- তেজগাঁও বিভাগে বিশেষ অভিযানে গ্রেফতার ৫৬
- গরু চরাতে গিয়ে গ্রেনেডের খোঁজ
- চট্টগ্রাম জেলা প্রশাসনের অনন্য উদ্যোগ
- জয়পুরহাটে বিশ্ব আলোকচিত্র দিবসে ফটোওয়াক ও ফটো আড্ডা
- রংপুরে কাভার্ডভ্যান চাপায় দুলাভাই-শ্যালিকা নিহত
- গ্রিসে খালেদা জিয়ার জন্মদিনে দোয়া মাহফিল
- বুড়িচং থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত
- বরিশালে পৃথক দুই জায়গায় পানিতে ডুবে চার শিশুর মৃত্যু
- রূপগঞ্জে ভবিষ্যতের উদ্ভাবক বিষয়ক প্রদর্শনী
- পাবনার চতরা বিলে গোপন অস্ত্র তৈরির কারখানার সন্ধান, আটক ২
- কুমিল্লায় বিনাধান নিয়ে কৃষক প্রশিক্ষণ
- মেটাকে শিশুদের জন্য সংবেদনশীল চ্যাটবট সরানোর আহ্বান ব্রাজিলের
- ওয়াশিংটনের বৈঠক যুদ্ধ বন্ধে ‘সত্যিকার গুরুত্বপূর্ণ পদক্ষেপ’ : জেলেনস্কি
- স্পেনে তাপপ্রবাহে ১৬ দিনে সাড়ে ১১শ’ মানুষের মৃত্যু
এখনো মব জাস্টিস
উচ্ছৃঙ্খল জনতার দুর্বৃত্তায়ন বন্ধ করুন
প্রিন্ট ভার্সন

টপিক
সর্বশেষ খবর