মব জাস্টিস মানে জনতার বিচার। ‘নিজের হাতে আইন তুলে নেওয়া উচ্ছৃঙ্খল জনতার বিচার’ বললেও ভুল হবে না। ভুল হবে না- যদি বলা হয়, একদল বিশৃঙ্খল মানুষের আইন ভেঙে চরম অনিয়মের অবিচার। এমন সন্ত্রাস বা সহিংসতার অধিকার রাষ্ট্র কাউকে দেয়নি। পরিতাপের বিষয়, জুলাই বিপ্লবে ছাত্র-জনতার অভ্যুত্থানে স্বৈরাচার পতনের পর, দলবদ্ধভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করে, আইন নিজেদের হাতে তুলে নেওয়ার ঘটনা বেড়েছে। এসব ঘটনা ঘিরে সামাজিক মাধ্যমসহ গণমাধ্যমে ‘মব জাস্টিস’ শব্দবন্ধ ব্যাপকভাবে চর্চিত হয়। দুর্ভাগ্য যে নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকারের বছরপূর্তির পর এখনো এ অন্যায় ঘটছে এবং তা নিয়ে কথা হচ্ছে সব মহলে। স্বয়ং স্বরাষ্ট্র উপদেষ্টা সোমবার তাঁর মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে বলেন, ‘ঢাকার আশপাশে মব জাস্টিস কমলেও দেশের বিভিন্ন এলাকায় এখনো চলছে। আমরা চেষ্টা করছি কমিয়ে আনার।’ কী অসহায় স্বীকারোক্তি! বিষয়টা গভীরভাবে বিশ্লেষণ দাবি করে। উচ্ছৃঙ্খল জনতা কাউকে পিটিয়ে মারবে, কারও বাড়িঘর-প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর করবে, সমাজে সদর্পে নাশকতা-সন্ত্রাস চালাবে- এটা কোনো সভ্য সমাজে চলতে পারে না। আইয়ামে জাহেলিয়ার যুগেও এমন বর্বরতা ছিল কিনা সন্দেহ। এই সুযোগটাই নিচ্ছে মতলবী মহল। ব্যক্তি, দল বা গোষ্ঠীর স্বার্থ হাসিলে কোনো না কোনো হুজুগ তুলে, ট্যাগ লাগিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করার অপতৎপরতা চালাচ্ছে দুর্বৃত্তরা। সুযোগসন্ধানী রাজনৈতিক পান্ডারা। এদের কঠোর হাতে দমন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পেশাগত দায়িত্ব। প্রতিরোধে ভূমিকা রাখা সমাজের প্রতিটি মানুষের নৈতিক কর্তব্য। অথচ পুলিশ এখনো যথাযথ দৃঢ়তায় দাঁড়াতে পারেনি। নানা ঘটনা-দুর্ঘটনায় তাদের অনভিপ্রেত অসহায়ত্ব ফুটে উঠছে। প্রয়োজনে খোলনলচে বদলে একে ঢেলে সাজানো হোক। জনগণও ঝুঁকি নিয়ে এগোতে চায় না। ‘বিড়ালের গলায় ঘণ্টা বাঁধতে’ যাওয়ার মানুষ নেই। সমাজ ও প্রশাসনের এমন গা-ছাড়াভাব চলতে পারে না। সাধারণ বা নির্দোষ মানুষ যেন কোনোভাবেই হয়রানির শিকার না হয়- নিশ্চিত করতে হবে সরকারকে। এ ক্ষেত্রে অক্ষমতাকে বড় ব্যর্থতা বলে চিহ্নিত করে জনগণ। সে ব্যর্থতা মেনেও নেয় না। এটা সরকারের অগ্রগণ্য বিবেচনায় রাখা উচিত।
শিরোনাম
- মালিবাগে জুয়েলারি দোকান থেকে ‘৫০০ ভরি’ স্বর্ণালংকার চুরি
- চাকসু নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ ছাত্রদল-শিবিরের
- চানখাঁরপুলে হত্যা মামলায় আজ সাক্ষ্য দেবেন আসিফ মাহমুদ
- যুক্তরাষ্ট্রে গবেষণাপত্র উপস্থাপন করবেন শাবিপ্রবির শিক্ষার্থী ইমরান
- ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৫১ মাসে আলোক প্রজ্বালন কর্মসূচি
- পিআর পদ্ধতির নির্বাচনে অনড় জামায়াতে ইসলামী
- পিআর দাবিতে গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত করছে কিছু গোষ্ঠী : এম এ মালেক
- চট্টগ্রামে সমুদ্র পরিবেশ রক্ষায় সেমিনার
- সালাহর জোড়া গোলে বিশ্বকাপে মিসর
- যশোর সীমান্তে এক ভারতীয়সহ দুই চোরাকারবারি আটক
- সূচকের মিশ্র প্রবণতায় পুঁজিবাজারে চলছে লেনদেন
- বাইউস্টে নবীন শিক্ষার্থীদের অরিয়েন্টেশন অনুষ্ঠিত
- প্রেমিকের সঙ্গে স্ত্রী পালিয়ে যাওয়ায় দুধ দিয়ে গোসল প্রবাসীর
- নাইক্ষ্যংছড়িতে ছিনতাইয়ের ঘটনায় যুবক আটক
- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তি
- বিএনপি মহাসচিবের সঙ্গে নবনিযুক্ত জার্মান রাষ্ট্রদূতের বৈঠক
- ইসরায়েলের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিলো স্পেন
- বিশ্ব ডাক দিবস আজ
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- দক্ষিণ সুদানে ‘ত্রিভুজ প্রেম’ নিয়ে বন্দুকযুদ্ধে নিহত ১৪