কুয়াকাটায় আবু হাসান মিলনের বাড়ির আঙ্গিনায় জালে আটকা পড়া বিষধর একটি পদ্মগোখরা সাপ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে পৌরসভার হোসেনপাড়া এলাকায় তার বাড়ি থেকে এটিকে উদ্ধার করে এনিমেল লাভারস অফ পটুয়াখালী’র বন্যপ্রাণী উদ্ধারকর্মীরা। সাপটির দৈর্ঘ্যে প্রায় ৪ ফুট। পরে উদ্ধারকর্মীরা সাপটি সংরক্ষিত বনে অবমুক্ত করেন।
আবু হাসান মিলন বলেন, রাতে তার বাড়ির আঙ্গিনায় জালে সাপটি আটকা পরে। পরে তিনি সাপটিকে না মেরে এনিমেল লাভারস অফ পটুয়াখালীর সদস্যদের খবর দেন। তারা ওই বাড়িতে গিয়ে সাপটিকে উদ্ধার করেন।
এনিমেল লাভারস অফ পটুয়াখালী টিমের রেসকিউ এন্ড রিলিজ উইং প্রধান আসাদুল্লাহ হাসান মুছা বলেন, এই সাপটির বৈজ্ঞানিক নাম নাজা কৌথিয়া। এটি গোখরা প্রজাতির একটি সাপ। যা দক্ষিণ এবং দক্ষিণপূর্ব এশিয়ায় দেখা যায়। সাপটি জালে আটকা পরার খবর পেয়ে আমরা সেখানে গিয়ে উদ্ধার করে বনে অবমুক্ত করেছি।
উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন, কুয়াকাটা (উপরা) এর সদস্য সচিব আসাদুজ্জামান মিরাজ বলেন, জালের আটকা পড়েছিল সাপটি। কেউ এটাকে মারেনি। সচেতন থাকার জন্য স্থানীয়দের ধন্যবাদ জানাই।
বিডি প্রতিদিন/এএ