ভারত সফর শেষে আফগানিস্তান হয়ে পাকিস্তানে পৌঁছেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। তাকে নুর খান বিমান ঘাঁটিতে স্বাগত জানিয়েছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।
সফরের প্রথম দিন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওয়াং ই বলেন, এই সফর তার দেশের সঙ্গে পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও উচ্চতায় নিয়ে যাবে। প্রতিবেশী এ দুই দেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্বের পাশাপাশি আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় একসঙ্গে কাজ করার ওপর জোর দিয়েছে উভয় দেশ।
সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, তিন দিনের রাষ্ট্রীয় সফরে ওয়াং ই বুধবার পাকিস্তানে পৌঁছান। দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরালো করতে পাকিস্তানের বিভিন্ন স্তরের কূটনীতিকদের সঙ্গে সাক্ষাৎ করবেন বেইজিংয়ের ওই কর্মকর্তা।
যৌথ সংবাদ সম্মেলনে ইসহাক দার বলেন, উভয় পক্ষের মধ্যে গঠনমূলক আলোচনা হয়েছে। যেখানে দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন মাত্রা গুরুত্ব পেয়েছে। বিশেষ করে চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোরের ওপর জোর দেওয়া হয়েছে বলে জানান ইসহাক দার।
তিনি বলেন, ওই পরিকল্পনার দ্বিতীয় ধাপ বাস্তবায়নেও প্রস্তুত রয়েছে পাকিস্তান। দুই দেশের জনগণের মধ্যে অংশীদারিত্ব বৃদ্ধির ওপর জোর দিয়েছেন উভয় নেতা।
ইসহাক দার বলেন, পাকিস্তানের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন ওয়াং ই। এছাড়া দুই দেশের স্থিতিশীলতা এবং সমৃদ্ধির অগ্রযাত্রা অব্যাহত রাখার ঘোষণা দেন উভয় নেতা। তাদের আলোচনায় পাকিস্তান প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের বেইজিং সফরের বিষয়ও অন্তর্ভুক্ত ছিল। চীন ও পাকিস্তানের অংশীদারিত্বমূলক সম্পর্ক ক্রমাগত আরও মজবুত হচ্ছে বলে মন্তব্য করেছেন ওয়াং ই।
মে মাসে ভারত-পাকিস্তান সীমান্ত সংঘাতের পর প্রথম পাকিস্তান সফর করলেন তিনি।
এর আগে পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে বেইজিংয়ে বৈঠক করেন চীনের পররাষ্ট্রমন্ত্রী। সূত্র: ডন নিউজ, জিও নিউজ
বিডি প্রতিদিন/একেএ