কুড়িগ্রামের উলিপুর উপজেলার বজরা ইউনিয়নের সাদুয়া দামার হাট বগলা কুঁড়ার এলাকাবাসী আজ দুপুরে তিস্তা নদীর পাড়ে মানববন্ধন করেন।
গত কয়েক দিনের তিস্তা নদীর পানি বাড়া-কমার সাথে সাথে দেখা দিয়েছে তীব্র ভাঙন। মানববন্ধনে অংশ নেয় এলাকার শত নারী, পুরুষ, তরুণ ও তরুণী।
মানববন্ধনে অংশগ্রহণকারী বগলা কুঁড়ার স্থানীয় বাসিন্দা আব্দুস সালাম বলেন, ‘মোর বাড়ি এই তিস্তা ৬ বার ভাঁঙছে জমিজমাও নদীতে চলি গেছে। এখন মানুষের জমিতে বাড়ি করি আছং। মুই কোন ইলিপ স্লিপ চাওগ না নদীর ভাঙন বন্ধ করে দিলে ছেলে-মেয়ে নিয়ে ভালোভাবে বসবাস করলাম হয়।’
মানববন্ধনে উলিপুরের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুস সোবহান ব্যাপারী পানি উন্নয়ন বোর্ডকে ভাঙনরোধে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
এ বিষয়ে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, যেখানে বাজেট আছে সেখানে কাজ চলছে। বাজেট সাপেক্ষে নতুন ভাঙন কবলিত এলাকায় কাজ বাস্তবায়ন করা হবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন