মহানবী হজরত মুহাম্মদ (সা.) প্রায় দেড় হাজার বছর আগে বলেছেন, শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগেই তার পারিশ্রমিক মিটিয়ে দাও। হাদিসটিতে নির্দেশনা অত্যন্ত স্পষ্ট যে, শ্রমিকদের বেতন সময়মতো দিতে হবে। সময়ের পরিবর্তিত প্রেক্ষাপটে আজ এর সঙ্গে মানবিক যৌক্তিক দাবি হচ্ছে- শ্রমিকদের উপযুক্ত পারিশ্রমিক সময়মতো পরিশোধ করা নিয়োগকর্তার অবশ্যকর্তব্য। কিন্তু বিষয়টি বিভিন্ন ক্ষেত্রে আকছার উপেক্ষিত হয় বলেই বঞ্চনা-বিড়ম্বনার শিকার শ্রমিকদের আপত্তি-প্রতিবাদ-বিক্ষোভ প্রায়ই লক্ষ করা যায় শ্রমঘন শিল্প-বাণিজ্যে। এ নতুন কোনো ঘটনা নয়। যুগ যুগ ধরে উদ্যোক্তাদের গলা শুকিয়েই থাকে, অন্যদিকে তাদের কর্মীদের অশ্রু শুকায় না। এ ধরনের উদ্যোক্তারা একসময় হারিয়ে যান। আর দায়িত্বশীলরা ক্রমে সমৃদ্ধ ও সম্প্রসারিত হন। ভূমিকা রাখেন জাতীয় অর্থনীতিতে। কারণ সহাস্যবদনের শ্রমিক আনন্দের সঙ্গে যেভাবে কাজ করার উৎসাহ পাবেন, আধা পেটা বেজার মুখের শ্রমিকের পক্ষে তা সম্ভব নয়। এজন্যই শ্রম ক্ষেত্রে ন্যায্যতা ও জবাবদিহি নিশ্চিত করা অত্যাবশ্যক। আশার বিষয়, জুলাই গণ অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার যে নতুন বাংলাদেশ বিনির্মাণের কর্মযজ্ঞ হাতে নিয়েছে, তার মধ্যে রয়েছে শ্রম সংস্কারও। প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত সোমবার বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশ ও সংস্থার কূটনীতিক ও প্রতিনিধিদের সামনে শ্রম সংস্কার অগ্রগতির কার্যক্রম তুলে ধরেন। এ-সংক্রান্ত ভবিষ্যৎ রোডম্যাপও উপস্থাপন করেন। কূটনীতিকরা সন্তোষ প্রকাশ করে সাধুবাদ জানিয়েছেন। স্মর্তব্য, শ্রম অধিকার এখন বিশ্বব্যাপী মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষিত শুল্কনীতির মতোই বাণিজ্যসংক্রান্ত বিষয় এবং বাজার প্রবেশাধিকারের সঙ্গে সম্পর্কিত। বস্তুত যে কোনো রাজনৈতিক প্রেক্ষাপটেই শ্রম সংস্কার ও জবাবদিহিকে অগ্রাধিকার দিতে হবে। যে জাতি যত উদ্যমী-পরিশ্রমী ও শ্রমবান্ধব, তারা তত উন্নত-সমৃদ্ধ। এ মনোভাব ধারণ এবং মাঠপর্যায়ে দ্রুত এ-সংক্রান্ত আইনের বাস্তবায়ন প্রয়োজন। পূর্বের শ্রম-অধিকার লঙ্ঘনজনিত ঘটনাগুলোর তদন্ত, জবাবদিহি, প্রতিকারও জরুরি। উন্নত বিশ্বের বিভিন্ন বাজারে আমাদের পণ্য প্রবেশাধিকারে এটা পূর্বশর্তও বটে। স্বল্পোন্নত দেশের কাতার থেকে বাংলাদেশের উত্তরণের প্রেক্ষাপটে এটা গুরুত্বপূর্ণ। সে কারণে দেশে চলতি শ্রম আইন সংস্কারের প্রচেষ্টা শতভাগ সময়োপযোগী ও সফল এবং শ্রমিকদের জন্য দীর্ঘমেয়াদি রক্ষাকবচ হোক- প্রত্যাশা সব অংশীজনের।
শিরোনাম
- হবিগঞ্জের সাবেক ডিসি-এডিসি ও দুই এসিল্যান্ডকে কারাদণ্ড
- হবিগঞ্জের সাবেক ডিসি-এডিসি ও দুই এসিল্যান্ডের কারাদণ্ড
- ভারতীয় ফুটবল ফেডারেশনকে জাভির নাম ভাঙিয়ে প্রাঙ্ক, স্বীকারোক্তি ছাত্রের
- জবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে সাহিত্য আড্ডা অনুষ্ঠিত
- কাপ্তাই হ্রদে পানি বৃদ্ধি, বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড
- বৈষম্যবিরোধী নেতা রিয়াদসহ চারজন ৭ দিনের রিমান্ডে
- বগুড়ায় ৮১০টি বার্মিজ চাকু উদ্ধার
- কটিয়াদীতে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন
- গেইলকে ছাড়িয়ে নতুন মাইলফলক পাওয়েলের
- স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মানববন্ধন ও মহাসড়ক অবরোধ
- যুক্তরাষ্ট্র-তুরস্কের সম্মেলনে ডাক পেলেন ব্রাহ্মণবাড়িয়ার নাবিল
- শেরপুরে সদর ও পৌর বিএনপির নতুন কমিটি ঘোষণা
- বিনিয়োগকারীরা নির্বাচিত সরকারের অপেক্ষা করছে : আমীর খসরু
- মালয়েশিয়ায় নিখোঁজ ছিলেন ১২ বছর, মৃত্যুর নয় মাস পর এলো লাশ
- রংপুরে গাছ কেটে ধ্বংস পাখির অভয়াশ্রম, জড়িতদের শাস্তির দাবি
- লিভার ভালো রাখে যেসব খাবার ও পানীয়
- যুক্তরাষ্ট্র থেকে ২৫টি বোয়িং উড়োজাহাজ কিনবে সরকার: বাণিজ্য সচিব
- ‘পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়নে রাজনৈতিক অঙ্গীকার জরুরি’
- মাইলস্টোনে নিহত কুমিল্লার মাহতাবের সমাধিতে বিমান বাহিনীর শ্রদ্ধা
- ৮ হাজার ১৪৯ কোটি টাকা ব্যয়ে ১২ প্রকল্প একনেকে অনুমোদন
শ্রম সংস্কার
শ্রমিকদের জন্য হোক সুরক্ষাকবচ
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর