খাগড়াছড়িতে উপজেলা পর্যায়ে ইন্টিগ্রেটেড ডেভলপমেন্ট ফাউন্ডেশন (আইডিএফ) সমৃদ্ধি কর্মসূচির আওতায় উন্নয়ন মেলা, ফুটবল ম্যাচ, ম্যারাথন দৌড়, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে খাগড়াছড়ি সদর উপজেলার গোলাবাড়ী ইউনিয়নের ঠাকুরছড়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে আইডিএফএর উদ্যোগে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় উন্নয়ন মেলার উদ্বোধন করেন খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায়।
উদ্বোধন শেষে অতিথিরা আইডিএফ সমৃদ্ধি কর্মসূচির আওতায় উন্নয়ন মেলা পরিদর্শন, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। শেষে খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি সুজন চন্দ্র রায়। পুরস্কার বিতরণীতে সভাপতিত্ব করেন ঠাকুরছড়া উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক কানেজী চাকমা।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা যুব উন্নয়নের সহকারী পরিচালক বিপেন্দু চাকমা, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ জহুরুল আলম, ইডিএফ এর ঢাকার পোকাল পার্সন মহিউদ্দিন আহম্মদ চৌধুরী, জোনাল ম্যানেজার মহসিন মাসুদ, আইডিএফ এরিয়া ম্যানেজার মাহবুবুল কবির, আঞ্চলিক সমন্বয়কারী মুসলেহ উদ্দিন। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ যুবারা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন