রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (রুয়া) নির্বাচনে জামায়াতপন্থি প্রার্থীদের জয়জয়কার। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২৭টি পদে জামায়াত সমর্থীতরা জয় লাভ করেছেন। গতকাল বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
সংবিধান লঙ্ঘনের অভিযোগ তুলে নির্বাচন বর্জন করে বিএনপিপন্থি অনেক প্রার্থী। ফলে অ্যালামনাইয়ের প্রথম নির্বাচনটি অনেকটা প্রতিদ্বন্দ্বীহীন হয়েছে।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব বলেন, নির্বাচনে সংবিধান লঙ্ঘনের কোনো ঘটনা ঘটেনি। যারা অভিযোগ তুলছে তারা সেটার প্রমাণ দিক। সবাই অংশ নিলে নির্বাচন আরও অংশগ্রহণমূলক হতো।