নারায়ণগঞ্জ শহরের যানজট নিরসনে জোরালো প্রদক্ষেপ গ্রহণের লক্ষ্যে জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞার সাথে জাতীয় ও নারায়ণগঞ্জসহ মোট ৪২টি ব্যবসায়ী সংগঠনগুলো দীর্ঘ সময় নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেই সাথে সকলেই ‘দেয়ালে পিঠ ঠেকে গেছে’ উল্লেখ করে জোরালোভাবে এই সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন। একই সাথে তারা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের বরাবর স্মারকলিপি প্রদান করেছেন।
রবিবার (২৭ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলনক কক্ষে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নেতৃত্বে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা যানজট নিরসনে তাদের মতামত ব্যক্ত করেন।
এসময় বক্তব্য রাখতে গিয়ে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, বর্তমানে নারায়ণগঞ্জ শহরের প্রধান প্রধান সড়কগুলোতে ভয়াবহ যানজট একটি নিত্যদিনের দুর্ভোগে পরিণত হয়েছে। এ যানজটের ফলে সাধারণ মানুষ, ব্যবসায়ী, শিক্ষার্থী, রোগীসহ প্রতিটি শ্রেণির মানুষ প্রতিনিয়ত মানসিক অস্বস্তি, সময় ও অর্থের অপচয় এবং নানা দুর্ভোগের সম্মুখীন হচ্ছেন। নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ স্থানের প্রায় প্রত্যেকটি স্পটে ও বাজারের সামনে এ সমস্যা বিরাজমান।
তিনি আরও বলেন, বিশেষ করে চাষাড়া মোড় থেকে চানমাড়ী স্ট্যান্ড, ২ নম্বর রেলগেইট, পুলিশ লাইন্স, খানপুর রোড, ১ নং রেইলগেইট, কালিরবাজার, পঞ্চবটি মোড় ও শিবু মার্কেটেও যানজটের পরিস্থিতি ক্রমাগত ভয়াবহ আকার ধারণ করছে। এসব স্থানে ট্রাফিক ব্যবস্থাপনার অভাব, অবৈধ পার্কিং, রিক্সা ও অবৈধ যানবাহন, অবৈধ ভাবে ফুটপাত ও রাস্তা দখল, অটোরিক্সা ও নিয়ম না মানা চালকদের কারণে শহরজুড়ে এক অনিয়ন্ত্রিত পরিস্থিতির সৃষ্টি হচ্ছে।
এসময় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, নারায়ণগঞ্জ শহরে দীর্ঘদিন ধরে যানজটের সমস্যা রয়েছে। ছোট্ট এই শহরে জনসংখ্যা খুব বেশি। কিন্তু সেই তুলনায় সড়ক কম। শহরে প্রচুর অটোরিকশা বৃদ্ধি পেয়েছে। তা কিভাবে নিয়ন্ত্রণ করা যায় আমরা তা নিয়ে কাজ করছি। নারায়ণগঞ্জ চেম্বারের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, মাহে রমজান মাসে যানজট নিরসনে আমাদের সহায়তা করার জন্য। শহরে অটোরিকশা নিয়ন্ত্রণে পর্যাপ্ত জনবল নাই। যানজট নিরসনে দ্রুত সবাইকে নিয়ে একটা কমিটি গঠন করা হবে। কমিটির পরামর্শক্রমে দ্রুত বিভিন্ন কাজ বাস্তবায়ন করা হবে। তবে এ বিষয়ে নারায়ণগঞ্জবাসীকে সবার আগে সচেতন হতে হবে।
মতবিনিময় সভায় বিকেএমইএ, বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ক্লথ মার্চেন্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ হোসিয়ারি অ্যাসোসিয়েশন, বাংলাদেশ নীট ডাইং ওনার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ নিটিং ওনার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ পাল্স এন্ড লেনটিল ক্রাশিং মিলস ওনার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ টেক্সটাইল ডাইস এন্ড কেমিক্যাল মার্চেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ গার্মেন্টস রি-সাইকেলিং কালার ফাইবার মার্চেন্ট অ্যাসোসিয়েশন এবং নারায়ণগঞ্জের স্থানীয় পর্যায়ের ৩৩টি ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরাসহ মোট ৪২টি সংগঠনের প্রতিনিধি উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি মোরশেদ সারোয়ার সোহেল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হুসাইন ও চেম্বার পরিচালক আহমেদুর রহমান তনু প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ