খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একসময় দেশের উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য অনুকরণীয় বলে বিবেচিত হতো। এমনকি পতিত সরকারের ১৬ বছরেও কুয়েটে ছিল না সরকার-সমর্থিত ছাত্রলীগের দৌরাত্ম্য। ছাত্র ও শিক্ষক রাজনীতি থেকে দূরে ছিল এ প্রতিষ্ঠানটি। দুর্ভাগ্যের বিষয় কুয়েটের সেই সুদিন আর নেই। রাজনীতিমুক্ত ক্যাম্পাসের দাবিতে গত ১৮ ফেব্রুয়ারি ছাত্রদের কর্মসূচিতে হামলার পর টানা পাঁচ মাস কুয়েটের শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। ক্লাস শুরুর দাবিতে শিক্ষক সমিতির ওপর সব মহলেরই চাপ বাড়লেও তারা সময়ক্ষেপণের পথ বেছে নিচ্ছে। কুয়েট গার্ডিয়ান ফোরামের ব্যানারে সাধারণ অভিভাবকরা দ্রুত শিক্ষা কার্যক্রম শুরুর দাবিতে মানববন্ধন করলেও ভিসি নিয়োগ না হওয়া পর্যন্ত ক্লাসে না ফেরার ব্যাপারে এখনো অনড় অবস্থানে শিক্ষক সমিতি। সর্বশেষ ২১ জুলাই শিক্ষক সমিতির সাধারণ সভায় ক্লাস শুরুর ব্যাপারে অধিকাংশ শিক্ষক সম্মতি প্রকাশ করলেও একই সঙ্গে বলা হয়, ভিসি নিয়োগের পর সঙ্গে সঙ্গেই ক্লাস শুরু করা হবে। শিক্ষকদের পক্ষে বলা হয়, ’৭১-এর অ্যাক্ট অনুযায়ী কুয়েটে একাডেমিক স্বায়ত্তশাসন আছে, কিন্তু প্রশাসনিক স্বায়ত্তশাসন নেই। বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের বাসা বরাদ্দের ক্ষেত্রেও ভিসির স্বাক্ষর ছাড়া কাজ হয় না। দীর্ঘ পাঁচ মাস ধরে ক্লাস না হওয়ায় সেশনজটের মুখে পড়েছে ঐতিহ্যবাহী এই বিশ্ববিদ্যালয়টি। জুলাই গণ অভ্যুত্থানের পর দেশের যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে অস্থিরতা বিরাজ করছিল সেসব ক্যাম্পাসে সুস্থ হাওয়া বইতে শুরু করলেও কুয়েটে বিরাজ করছে ভিন্ন চিত্র। যে বিশ্ববিদ্যালয়ে ক্লাস না হওয়ার নজির ছিল না বললেই চলে, সেখানে ঢুকে গেছে ছাত্র ও শিক্ষক রাজনীতির বিষবাষ্প। চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি ছাত্ররাজনীতি বন্ধের দাবিতে সর্বস্তরের শিক্ষার্থীদের মিছিলে হামলা চালায় ছাত্ররাজনীতির কুশীলবরা। হামলাকারীদের পক্ষ নেওয়ায় উপাচার্যের বিরুদ্ধে ক্ষুব্ধ হন সাধারণ শিক্ষার্থীরা। এ নিয়ে প্রায় দেড় শ দিন ধরে বিরাজ করছে অচলাবস্থা। দেশের নেতৃস্থানীয় এই প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা রোধে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনসহ সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে।
শিরোনাম
- বয়কট! ডাকসু বর্জন করলাম : উমামা ফাতেমা
- ছেলের চুরির অভিযোগে বাবাকে কুপিয়ে হত্যা, গ্রেফতার ৫
- এই পরিকল্পিত প্রহসন প্রত্যাখ্যান করলাম : ফেসবুক পোস্টে আবিদ
- দুর্ঘটনায় পাঁচজন মৃত্যুর ঘটনায় কাভার্ড ভ্যান চালক গ্রেফতার
- চট্টগ্রামে পিন্টু হত্যা মামলায় সাত আসামি রিমান্ডে
- ঢাবির প্রবেশমুখে অযথা ভিড় না করতে ডিএমপির অনুরোধ
- সেন্টমার্টিনে ১ লাখ ২০ হাজার ইয়াবাসহ ৬ পাচারকারী আটক
- সিরাজগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- চার বছরে ভারতের তিন প্রতিবেশী দেশে গণঅভ্যুত্থান, সরকারের পতন
- নেপালে আটকে পড়া জাতীয় ফুটবল দলের নিরাপদ প্রত্যাবর্তনে তৎপর সরকার
- নেপালের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ
- বিদ্যুৎকেন্দ্রে যান্ত্রিক গোলযোগ, সারা দেশে লোডশেডিং
- এশিয়া কাপ চ্যালেঞ্জিং হবে, তবে শতভাগ দিতে প্রস্তুত দল : লিটন
- কাতারে ইসরায়েলি হামলায় দু’জন নিহত, দাবি রিপোর্টে
- কাতারে ইসরায়েলের হামলায় জাতিসংঘের নিন্দা
- ভোট কারচুপির অভিযোগ এনে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
- ফ্রান্সের প্রধানমন্ত্রীর পদত্যাগ
- নেপালের আকাশে ৫৫ মিনিট চক্কর দিয়ে ঢাকায় ফিরলো বিমান
- ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কোনো সম্ভাবনা দেখি না : ঢাবি উপাচার্য
- এসএমই খাত দেশের জিডিপিতে প্রায় ৩০ শতাংশ অবদান রাখছে
কুয়েটে অচলাবস্থা
সব পক্ষের দায়িত্বশীলতা কাম্য
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর