খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একসময় দেশের উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য অনুকরণীয় বলে বিবেচিত হতো। এমনকি পতিত সরকারের ১৬ বছরেও কুয়েটে ছিল না সরকার-সমর্থিত ছাত্রলীগের দৌরাত্ম্য। ছাত্র ও শিক্ষক রাজনীতি থেকে দূরে ছিল এ প্রতিষ্ঠানটি। দুর্ভাগ্যের বিষয় কুয়েটের সেই সুদিন আর নেই। রাজনীতিমুক্ত ক্যাম্পাসের দাবিতে গত ১৮ ফেব্রুয়ারি ছাত্রদের কর্মসূচিতে হামলার পর টানা পাঁচ মাস কুয়েটের শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। ক্লাস শুরুর দাবিতে শিক্ষক সমিতির ওপর সব মহলেরই চাপ বাড়লেও তারা সময়ক্ষেপণের পথ বেছে নিচ্ছে। কুয়েট গার্ডিয়ান ফোরামের ব্যানারে সাধারণ অভিভাবকরা দ্রুত শিক্ষা কার্যক্রম শুরুর দাবিতে মানববন্ধন করলেও ভিসি নিয়োগ না হওয়া পর্যন্ত ক্লাসে না ফেরার ব্যাপারে এখনো অনড় অবস্থানে শিক্ষক সমিতি। সর্বশেষ ২১ জুলাই শিক্ষক সমিতির সাধারণ সভায় ক্লাস শুরুর ব্যাপারে অধিকাংশ শিক্ষক সম্মতি প্রকাশ করলেও একই সঙ্গে বলা হয়, ভিসি নিয়োগের পর সঙ্গে সঙ্গেই ক্লাস শুরু করা হবে। শিক্ষকদের পক্ষে বলা হয়, ’৭১-এর অ্যাক্ট অনুযায়ী কুয়েটে একাডেমিক স্বায়ত্তশাসন আছে, কিন্তু প্রশাসনিক স্বায়ত্তশাসন নেই। বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের বাসা বরাদ্দের ক্ষেত্রেও ভিসির স্বাক্ষর ছাড়া কাজ হয় না। দীর্ঘ পাঁচ মাস ধরে ক্লাস না হওয়ায় সেশনজটের মুখে পড়েছে ঐতিহ্যবাহী এই বিশ্ববিদ্যালয়টি। জুলাই গণ অভ্যুত্থানের পর দেশের যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে অস্থিরতা বিরাজ করছিল সেসব ক্যাম্পাসে সুস্থ হাওয়া বইতে শুরু করলেও কুয়েটে বিরাজ করছে ভিন্ন চিত্র। যে বিশ্ববিদ্যালয়ে ক্লাস না হওয়ার নজির ছিল না বললেই চলে, সেখানে ঢুকে গেছে ছাত্র ও শিক্ষক রাজনীতির বিষবাষ্প। চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি ছাত্ররাজনীতি বন্ধের দাবিতে সর্বস্তরের শিক্ষার্থীদের মিছিলে হামলা চালায় ছাত্ররাজনীতির কুশীলবরা। হামলাকারীদের পক্ষ নেওয়ায় উপাচার্যের বিরুদ্ধে ক্ষুব্ধ হন সাধারণ শিক্ষার্থীরা। এ নিয়ে প্রায় দেড় শ দিন ধরে বিরাজ করছে অচলাবস্থা। দেশের নেতৃস্থানীয় এই প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা রোধে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনসহ সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে।
শিরোনাম
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (২৬ জুলাই)
- বদলে যাচ্ছে কারাগার
- বাংলাদেশের কাছে হেরে পাকিস্তান দলে ফিরলেন বাবর-রিজওয়ান
- ফের আন্দোলনে নামছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা
- একদিনে তিন গ্রেটকে ছাড়িয়ে রুট, সামনে শুধু টেন্ডুলকার
- বন্দরের দক্ষতা বাড়াতে আন্তর্জাতিক অপারেটর দরকার: নৌ পরিবহন উপদেষ্টা
- মুজিববাদের রাজনীতি বাংলাদেশে চলবে না: নাহিদ ইসলাম
- সরকার একটি দলকে পৃষ্ঠপোষকতার মধ্য দিয়ে পক্ষপাতদুষ্ট আচরণ করছে : নুর
- বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে জয়দেবপুর রেলস্টেশনে খাবার বিতরণ
- চট্টগ্রামে ত্রিমুখী সংঘর্ষে তিনজনের মৃত্যু
- রূপগঞ্জে বন্ধুদের সাথে ঘুরতে এসে পুকুরে ডুবে যুবকের মৃত্যু
- সুনামগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন ও সমাবেশ
- ‘চাঁদাবাজি-সালিশবাজি বিএনপির রাজনৈতিক আদর্শ নয়’
- রসিককে লাল কার্ড, সড়কে ধানের চারা রোপণ করে প্রতিবাদ
- ছিনতাইয়ের ঘটনায় ভুক্তভোগীর সঙ্গে অসদাচরণ, পুলিশের দুঃখ প্রকাশ
- 'প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে সবাইকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে'
- কক্সবাজারে ৭ মাসে পানিতে ডুবে প্রাণ গেছে ৬০ জনের
- মাইলস্টোনে বিমান বিধ্বস্ত: নিহতের সংখ্যা বেড়ে ৩৩
- নবীনগরে কৃষকদলের দ্বি-বার্ষিক সম্মেলন
- সাড়ে চার বছরে মোদির বিদেশ সফরে খরচ ৩৬২ কোটি রুপি
কুয়েটে অচলাবস্থা
সব পক্ষের দায়িত্বশীলতা কাম্য
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর