কেউ আইনের ঊর্ধ্বে নয়, প্রচলিত প্রবচন ফের প্রমাণিত হলো। দেশে এই প্রথম কোনো সাবেক প্রধান বিচারপতি গ্রেপ্তার হলেন। রাজধানীর যাত্রাবাড়ী থানায় করা কিশোর আবদুল কাইউম আহাদ হত্যা মামলায় বৃহস্পতিবার ধানমন্ডির বাসা থেকে সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ। আদালতে হাজির করা হলে আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। গত বছরের ১৮ জুলাই যাত্রাবাড়ী থানার কাজলা পুলিশ বক্সের সামনে গুলিবিদ্ধ হয়ে মারা যান আবদুল কাইউম। পরে তাঁর বাবা এই মামলা করেন। দেশের ১৯তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালনকারী খায়রুল হক তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল মামলার মূল রায়দানকারী হিসেবে রাজনৈতিকভাবে সমালোচিত হন। এ ছাড়া পূর্বাচল নতুন শহর প্রকল্পে বিধিবহির্ভূতভাবে প্লট গ্রহণ করেছেন-এমন অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। দুদক যার তদন্ত করেছে। হাই কোর্ট বিভাগে থাকাকালে শেখ মুজিবুর রহমান হত্যা মামলার রায় এবং সংবিধানের পঞ্চম সংশোধনী মামলার রায় দিয়েছিলেন বিচারপতি খায়রুল হক। ২০১৩ সালে তাঁকে তিন বছরের জন্য আইন কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। মেয়াদ শেষে বিস্ময়করভাবে একই পদে কয়েক দফা পুনর্নিয়োগ পান তিনি। এগুলোর সবই পতিত স্বৈরাচারী সরকারকে অনৈতিকভাবে আইনি সহায়তা দেওয়ার অবৈধ পুরস্কার হিসেবে মূল্যায়ন করছে সংশ্লিষ্ট সচেতন মহল। এর আগে গত বছর এ বি এম খায়রুল হকের বিরুদ্ধে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করে বিচারক হিসেবে ‘দুর্নীতি ও বিদ্বেষমূলক’ বেআইনি রায় দেওয়া এবং জাল রায় তৈরির অভিযোগে শাহবাগ থানায় মামলা করা হয়। আমাদের দুর্ভাগ্য হচ্ছে, ন্যায্যতা ও ন্যায়ের জন্য, শেষ ভরসাস্থল বিবেচনা করে, যে বিচারালয়ের দিকে তাকিয়ে থাকে মানুষ, তার শীর্ষ ব্যক্তিত্বকেও এখন দেখতে হচ্ছে গুরুতর আইনভঙ্গকারী হিসেবে। অন্যায্য বিচারের রায় প্রদানকারী হিসেবে। অন্যায় সুযোগ ও সুবিধা গ্রহণকারী হিসেবে। তাহলে মানুষ কার ওপর আস্থা রাখবে? তবে ভরসা এটাই যে নতুন বাংলাদেশে একজন সাবেক প্রধান বিচারপতিকেও আইন ও বিচারের সম্মুখীন হতে হলো। প্রমাণ হলো যে প্রকৃতই কেউ আইনের ঊর্ধ্বে নয়। এ থেকে শিক্ষা নেওয়া উচিত প্রতিটি মানুষের।
শিরোনাম
- সমঝোতা হলে ১০০ আসন ছাড়তে পারে জামায়াত: গোলাম পরওয়ার
- আহমদ রফিকের মরদেহ শনিবার শহীদ মিনারে নেওয়া হবে
- উত্তাপ কমছে না বগুড়া সবজির বাজারে, বিপাকে নিম্ন আয়ের মানুষ
- হজযাত্রীর জন্য ৫ অক্টোবরের মধ্যে লিড এজেন্সি নির্ধারণের নির্দেশ
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু নেই, হাসপাতালে ২৬৩
- কবে থেকে কমবে বৃষ্টি, যা জানালো আবহাওয়া অফিস
- রাজধানীর মোহাম্মদপুরে বিশেষ অভিযানে ২৯ জন গ্রেফতার
- শাটডাউন সত্ত্বেও ওয়াল স্ট্রিটে নতুন রেকর্ড
- পাচারের উদ্দেশে টেকনাফের পাহাড়ে বন্দী নারী-শিশুসহ ৩৮ জন উদ্ধার
- বান্দরবানের লামায় নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার
- কালীগঞ্জে ট্রাকচাপায় সিএনজির দুই যাত্রী নিহত, আহত তিন
- ইতালি থেকে গাজায় রওনা হয়েছে ১০০ ত্রাণকর্মীর নতুন নৌবহর
- কানাডায় হামের প্রাদুর্ভাবে এই প্রথম মৃত্যু
- ফ্লোটিলার ৪৭০ অধিকারকর্মীকে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে ইসরায়েল
- টরন্টোয় ‘বাচনিকের’ যুগপূর্তি উদযাপন ১৮ অক্টোবর
- “মহানায়কের গান” সিজন ২-এর দ্বিতীয় গান প্রকাশ
- সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলের বাধায় বিশ্বব্যাপী ক্ষুব্ধ প্রতিক্রিয়া
- স্বাভাবিক জনজীবনে ফিরছে খাগড়াছড়ি
- মিরপুরে যাত্রী নামিয়ে বাসে দুর্বৃত্তদের আগুন
- হংকংয়ে মার্কিন কূটনীতিককে কঠোর সতর্কবার্তা চীনের
কেউ আইনের ঊর্ধ্বে নয়
শিক্ষণীয় সবার জন্যই
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর