যুক্তরাষ্ট্রে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি এখন অসম প্রতিযোগিতার মুখে। ট্রাম্প প্রশাসনের পাল্টা শুল্কনীতিতে বাংলাদেশি পণ্যের ওপর আরোপিত ৩৫ শতাংশ শুল্ক আমাদের পোশাক খাতকে নতুন চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে। কারণ এর সঙ্গে আগের ১৫ শতাংশ যোগ হলে শুল্ক দাঁড়াবে ৫০ শতাংশ। বলাই বাহুল্য, তা অন্যায্য এবং দেশের বিরাট শ্রমঘন পোশাক খাতের জন্য ভীতিকর অশনিসংকেত। এ প্রতিকূল অবস্থা মোকাবিলা করে যে টিকে থাকাই কষ্টকর হবে, শুধু তা-ই নয়, যুক্তরাষ্ট্রে পোশাক পণ্যের বাজার হারানোর শঙ্কা দেখা দেবে। এ ক্ষেত্রে বিশেষ বিবেচ্য বাস্তবতা হচ্ছে-পোশাক খাতে বাংলাদেশের অন্যতম প্রতিযোগী দেশ ভিয়েতনাম। তাদের ওপর ৪৬ শতাংশ শুল্ক আরোপ করা হলেও পরে তা ২০ শতাংশ করা হয়। ইন্দোনেশিয়া পাল্টা শুল্ক ৩২ থেকে ১৯ শতাংশ নামিয়ে নিয়েছে। ভারতের ক্ষেত্রেও শুল্ক ২০ শতাংশের নিচে হতে পারে বলে আভাস পাওয়া গেছে। এমন প্রেক্ষাপটে ৫০ শতাংশ শুল্কের দুঃসহ ভার মাথায় নিয়ে চরম অসম প্রতিযোগিতার মুখে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি ব্যাপক হারে কমে যেতে পারে। স্মর্তব্য যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান বর্তমানে তৃতীয়। চতুর্থ স্থানে ভারত। তারা যদি শুল্কহার কমিয়ে নিতে সক্ষম হয়, স্বভাবতই তাদের কাছে বাজার হারাতে পারে বাংলাদেশ। দ্বিতীয় স্থানে থাকা ভিয়েতনামের সঙ্গে তৈরি হতে পারে আরও বড় ব্যবধান। এমনকি বাংলাদেশের তুলনায় কিছুটা সুবিধাজনক অবস্থায় থাকতে পারে চীনও। এই কঠিন পরিস্থিতিতে সরকার যদি মার্কিন প্রশাসনের সঙ্গে কার্যকর বাণিজ্যিক ও কূটনৈতিক আলোচনা, যোগাযোগ এবং সম্মানজনক সমঝোতার মাধ্যমে শুল্কহার কমাতে না পারে-কেবল অর্ডার হ্রাস নয়, দেশে সংশ্লিষ্ট শিল্পে নিয়োজিত লাখ লাখ শ্রমিকের মজুরি, কর্মসংস্থান, এমনকি সামাজিক স্থিতিশীলতা-সবই বিপন্ন হতে পারে। বিশ্ববাজারে এ দেশের তৈরি পোশাক খাতের দীর্ঘদিনের অর্জন ও ভাবমূর্তি খুবই ক্ষতিগ্রস্ত হওয়ার সমূহ শঙ্কা এখন সন্নিকট। আমরা আশা করব, আন্তর্জাতিক পরিমণ্ডলে বিশেষ সম্মানিত ব্যক্তিত্ব নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার তার প্রজ্ঞা, প্রভাব ও গ্রহণযোগ্যতার শতভাগ ক্যারিশমা কাজে লাগিয়ে হলেও যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক যৌক্তিক পর্যায়ে হ্রাসে সক্ষম হবে। কারণ এটা দেশের শিল্প, বাণিজ্য, কর্মসংস্থান এবং সার্বিকভাবে জাতীয় অর্থনীতির স্থিতিশীলতার জন্য অত্যন্ত জরুরি।
শিরোনাম
- রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক মঙ্গলবার
- রুশ ড্রোনের অনুপ্রবেশ, ন্যাটোর অনুচ্ছেদ ৪ প্রয়োগের আহ্বান পোল্যান্ডের
- ১২০ টাকায় পুলিশে চাকরি পেয়ে উচ্ছ্বসিত তরুণরা
- সিরাজগঞ্জে জাল টাকাসহ কারবারি আটক
- বগুড়ায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ৭ দফা বাস্তবায়নে মতবিনিময়
- ৩৩ বছর পর বহুল প্রতীক্ষিত জাকসু নির্বাচন বৃহস্পতিবার
- চালু হলো নেপালের ত্রিভূবন বিমানবন্দর
- ডাকসুর ভোট জাতীয় নির্বাচনে প্রতিফলন করবে না : মান্না
- ম্যাক্রোঁর পদত্যাগ দাবিতে ফ্রান্সজুড়ে বিক্ষোভ
- আদমদীঘিতে ৫ শিক্ষার্থীকে নিয়ে পুকুরে ধসে পড়ল শ্রেণিকক্ষের মেঝে!
- হকারমুক্ত ফুটপাতের দাবিতে সিসিকের সামনে অবস্থান কর্মসূচি
- শ্রীপুরে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
- কুয়েত সফরে যাচ্ছেন বাংলাদেশি ব্যবসায়ী দল
- ৯ দিনে এলো ১০১ কোটি ৮০ লাখ ডলারের প্রবাসী আয়
- পশ্চিমা বিশ্বকে পরীক্ষা করছেন পুতিন: কিয়েভ
- লক্ষ্মীপুরে কল্যাণ ট্রাস্টের আর্থিক সহায়তা পেলেন ২৩ সাংবাদিক
- গোবিপ্রবিতে কর্মকর্তা-কর্মচারীদের ডিজিটাল হাজিরা চালু
- সম্মেলনস্থল নিজেরাই পরিষ্কার করছে ঠাকুরগাঁও বিএনপি
- পৃথিবীতে বিচারহীনতার সবচেয়ে বড় উদাহরণ ফিলিস্তিন: শায়খ আহমাদুল্লাহ
- চীন-ভারতের ওপর ১০০% শুল্ক বসাতে ইইউ’কে ট্রাম্পের আহ্বান