শাই হোপের প্রথম টি-২০ সেঞ্চুরিকে ম্লান করে দিয়ে টিম ডেভিডের রেকর্ড সেঞ্চরিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজ নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। সিরিজের তৃতীয় টি-২০তে ক্যারিবীয়দের ৬ উইকেটে হারিয়েছে অসিরা। প্রথম তিন ম্যাচ জিতেই সিরিজ নিশ্চিত করেছে মিচেল মার্শের দল। অস্ট্রেলিয়ার হয়ে টি-২০তে দ্রুততম হাফ সেঞ্চুরি ও সেঞ্চুরিতে ১০২ রানে অপরাজিত থাকেন ডেভিড। অসিদের হয়ে ১৬ বলে দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ড গড়েন তিনি। যাকে পরে রূপ দেন অস্ট্রেলিয়ার দ্রুততম সেঞ্চুরিতে। ৬ চার ও ১১ ছক্কায় ৩৭ বলে ক্যারিয়ারের প্রথম টি-২০ সেঞ্চুরি পূর্ণ করেন ২৯ বছর বয়সি ডেভিড। এর আগে অস্ট্রেলিয়ার হয়ে এ সংস্করণে দ্রুততম সেঞ্চুরিয়ান ছিলেন জশ ইংলিশ। ২০২৪ সালে স্কটল্যান্ডের বিপক্ষে ৪৩ বলে গড়েন সেঞ্চুরির রেকর্ড।
গতকাল সেন্ট কিটসে প্রথমে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৭০ বলে ১২৫ রানের যোগ করেন ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার ব্রান্ডন কিং ও অধিনায়ক শাই হোপ। ৩৬ বলে ৬২ রানে আউট হন কিং। তবে শেষ পর্যন্ত খেলে টি-২০ ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখা পান ক্যারিবীয় অধিনায়ক হোপ। ৫৭ বলে ৮ চার ও ৬ ছক্কায় ১০২ রানে অপরাজিত থাকেন তিনি। বিশ্বের প্রথম উইকেটকিপার ও অধিনায়ক হিসেবে টি-২০তে সেঞ্চুরির রেকর্ড গড়েন হোপ। তার সেঞ্চুরিতে ৪ উইকেটে ২১৪ রান করে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ৬১ রানে ৩ উইকেট হারায় অসিরা। পরে ব্যাট হাতে ঝড় তোলেন টিম ডেভিড হন ম্যাচসেরা। পঞ্চম উইকেটে মিচেল ওয়েনের সঙ্গে ৪৬ বলে ১২৮ রানের অবিচ্ছিন্ন জুটিতে জয় নিশ্চিত করে অস্ট্রেলিয়া। ১৬ বলে ৩৬ রান করেন ওয়েন। আজ সিরিজের চতুর্থ ম্যাচ খেলবে দুই দল।