সার্বিক বিচারে ঢাকার রাস্তাঘাটের অবস্থা ভালো না। ভাঙাচোরা সড়কে নিত্য বিচিত্র যানবাহনের অতিরিক্ত চাপ নিতে পারছে না রাজধানী। অফিস সময় ও বৃষ্টির দিনে পরিস্থিতি মাত্রা ছাড়া অসহনীয় হয়ে ওঠে। দুই সিটি করপোরেশনের বিভিন্ন মূল সড়ক থেকে শুরু করে, পাড়া-মহল্লা এবং আবাসিক এলাকার অনেক সড়কেরই এখন খুব করুণ দশা। এবড়োখেবড়ো আর খানাখন্দে ভরা। দীর্ঘদিন সংস্কার না করায় অনেক সড়কের বেশির ভাগ জায়গায় পিচ উঠে গেছে। কোথাও তৈরি হয়েছে বড় বড় গর্ত। উন্নয়নের নামে কেটে-খুঁড়ে ফেলে রাখা হয়েছে মাসের পর মাস। সামান্য বৃষ্টিতেই পানি জমে যাচ্ছে। খানাখন্দ-গর্তে পড়ে যানবাহন ও যাত্রীদের নাকানিচুবানি খাওয়া নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। নারী-শিশু, শিক্ষার্থী-পেশাজীবীরা শুধু যে বিড়ম্বনা পোহাচ্ছেন তা-ই নয়; প্রায়ই ছোটবড় দুর্ঘটনার শিকার হচ্ছেন। এসব দেখার যেন কেউ নেই। দীর্ঘস্থায়ী দুরবস্থা দেখে মনে হয় অভিভাবকহীন হয়ে পড়েছে মহানগরী। প্রকাশিত সংবাদ সূত্র বলছে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১ হাজার ৬৫৬ কিলোমিটার সড়ক। এর মধ্যে ২১৪ কিলোমিটার সড়ক ও ২৭ কিলোমিটার ফুটপাত গত বর্ষায় ক্ষতিগ্রস্ত হয়। উত্তর সিটিতে ১ হাজার ৫৭৭ কিলোমিটার সড়ক, যার দেড় শ কিলোমিটার ক্ষতিগ্রস্ত হয়। এগুলোর অধিকাংশই কমবেশি ওভাবেই পড়ে আছে। নিয়মিত কাজের অংশ হিসেবে মেরামত করা হচ্ছে বলে দাবি দুই সিটির প্রকৌশল কর্তাদের। মধ্য শ্রাবণে বলছেন, শিগগিরই ঠিক হয়ে যাবে। কী দায়িত্বহীন জবাবদিহি ভাবলে বিস্মিত হতে হয়। কর্তৃপক্ষের এমন গা-ছাড়া ভাব আর উদাসীনতাই অনেকাংশে রাজধানীর সড়কগুলোর হতোদ্দশার জন্য দায়ী। নিয়মিত রক্ষণাবেক্ষণ, প্রয়োজনীয় সংস্কার, অতিরিক্ত যানবাহনের চাপ কমানো এবং বিভিন্ন বিভাগ ও সংস্থার কাজে সমন্বয়হীন খোঁড়াখুঁড়ির কারণে সড়কগুলোর দুর্ভাগ্যজনক বেহাল দশা এবং জনদুর্ভোগ দীর্ঘস্থায়ী হয়। সময়মতো, যথাযথভাবে নালা-নর্দমা-স্যুয়ারেজ লাইনগুলো পরিষ্কার না করায় সামান্য বৃষ্টিতেই পানি জমে যায়। পাড়া-মহল্লার অনেক নিচু বাড়িঘরে ঢুকে পড়ে চরম দূষিত দুর্গন্ধযুক্ত পানি। দুর্গতির সীমা থাকে না অসংখ্য মানুষের। এর স্থায়ী বিহিত হওয়া জরুরি। দুই সিটির প্রশাসনকে এ ব্যাপারে গা-ঝাড়া দিয়ে উঠে দাঁড়িয়ে তদারকি জোরদার এবং দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে হবে। দেশের রাজধানীর রাস্তাঘাট নিয়ে ‘প্রদীপের নিচে অন্ধকার’ এমন অমর্যাদার আপ্তবাক্য প্রযোজ্য হোক-তা কাম্য নয়।
শিরোনাম
- এক বছরে অন্তর্বর্তী সরকার ব্যর্থ : জিল্লুর রহমান
- গাজায় জাতিসংঘের ত্রাণ লুটের প্রমাণ মেলেনি: ইসরায়েলি সেনা কর্মকর্তারা
- লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৩
- ছাত্রনেতাদের চাঁদাবাজি নিয়ে এবার মুখ খুললেন রাশেদ খাঁন
- যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য-কানাডায় কমছে ভারতীয় শিক্ষার্থী, বাড়ছে বাংলাদেশে
- উইন্ডিজের বিব্রতকর রেকর্ডের দিনে জয় অস্ট্রেলিয়ার
- চাঁদাবাজি করতে গিয়ে ধরা বৈষম্যবিরোধী ৫ ছাত্রনেতার বিরুদ্ধে মামলা
- বিমান বিধ্বস্তে নিহত মাসুমার দাফন সম্পন্ন, শোকাহত গ্রামবাসী
- পুকুরে জাল ফেলে দুই শিশুর লাশ উদ্ধার
- মাদারীপুরে বসতঘরে বোমা হামলা ও লুটপাট
- ভোলায় অস্ত্রসহ ৮ ডাকাত আটক
- সোমবারের মধ্যে দলগুলোর কাছে যাবে জুলাই সনদের খসড়া : আলী রীয়াজ
- গেন্ডারিয়ায় যুবককে কুপিয়ে হত্যা
- যাত্রীবাহী লঞ্চে গর্ভবতী নারীকে জরুরি চিকিৎসা সহায়তা কোস্ট গার্ডের
- মুরাদনগরে ধর্ষণ : হাইকোর্টে এসপির প্রতিবেদন
- মাদারীপুরে কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা
- সেনাপ্রধানের ভূয়সী প্রশংসায় সারজিস
- গাজায় আন্তর্জাতিক আইনসহ সবই লঙ্ঘন করছে ইসরায়েল: অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী
- আমেরিকায় ওয়ালমার্টে ছুরিকাঘাতে আহত ১১
- ডেফোডিলের আইনি নোটিস: আমাদের বক্তব্য
রাজধানীর বেহাল সড়ক
প্রদীপের নিচে অন্ধকার
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর