সার্বিক বিচারে ঢাকার রাস্তাঘাটের অবস্থা ভালো না। ভাঙাচোরা সড়কে নিত্য বিচিত্র যানবাহনের অতিরিক্ত চাপ নিতে পারছে না রাজধানী। অফিস সময় ও বৃষ্টির দিনে পরিস্থিতি মাত্রা ছাড়া অসহনীয় হয়ে ওঠে। দুই সিটি করপোরেশনের বিভিন্ন মূল সড়ক থেকে শুরু করে, পাড়া-মহল্লা এবং আবাসিক এলাকার অনেক সড়কেরই এখন খুব করুণ দশা। এবড়োখেবড়ো আর খানাখন্দে ভরা। দীর্ঘদিন সংস্কার না করায় অনেক সড়কের বেশির ভাগ জায়গায় পিচ উঠে গেছে। কোথাও তৈরি হয়েছে বড় বড় গর্ত। উন্নয়নের নামে কেটে-খুঁড়ে ফেলে রাখা হয়েছে মাসের পর মাস। সামান্য বৃষ্টিতেই পানি জমে যাচ্ছে। খানাখন্দ-গর্তে পড়ে যানবাহন ও যাত্রীদের নাকানিচুবানি খাওয়া নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। নারী-শিশু, শিক্ষার্থী-পেশাজীবীরা শুধু যে বিড়ম্বনা পোহাচ্ছেন তা-ই নয়; প্রায়ই ছোটবড় দুর্ঘটনার শিকার হচ্ছেন। এসব দেখার যেন কেউ নেই। দীর্ঘস্থায়ী দুরবস্থা দেখে মনে হয় অভিভাবকহীন হয়ে পড়েছে মহানগরী। প্রকাশিত সংবাদ সূত্র বলছে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১ হাজার ৬৫৬ কিলোমিটার সড়ক। এর মধ্যে ২১৪ কিলোমিটার সড়ক ও ২৭ কিলোমিটার ফুটপাত গত বর্ষায় ক্ষতিগ্রস্ত হয়। উত্তর সিটিতে ১ হাজার ৫৭৭ কিলোমিটার সড়ক, যার দেড় শ কিলোমিটার ক্ষতিগ্রস্ত হয়। এগুলোর অধিকাংশই কমবেশি ওভাবেই পড়ে আছে। নিয়মিত কাজের অংশ হিসেবে মেরামত করা হচ্ছে বলে দাবি দুই সিটির প্রকৌশল কর্তাদের। মধ্য শ্রাবণে বলছেন, শিগগিরই ঠিক হয়ে যাবে। কী দায়িত্বহীন জবাবদিহি ভাবলে বিস্মিত হতে হয়। কর্তৃপক্ষের এমন গা-ছাড়া ভাব আর উদাসীনতাই অনেকাংশে রাজধানীর সড়কগুলোর হতোদ্দশার জন্য দায়ী। নিয়মিত রক্ষণাবেক্ষণ, প্রয়োজনীয় সংস্কার, অতিরিক্ত যানবাহনের চাপ কমানো এবং বিভিন্ন বিভাগ ও সংস্থার কাজে সমন্বয়হীন খোঁড়াখুঁড়ির কারণে সড়কগুলোর দুর্ভাগ্যজনক বেহাল দশা এবং জনদুর্ভোগ দীর্ঘস্থায়ী হয়। সময়মতো, যথাযথভাবে নালা-নর্দমা-স্যুয়ারেজ লাইনগুলো পরিষ্কার না করায় সামান্য বৃষ্টিতেই পানি জমে যায়। পাড়া-মহল্লার অনেক নিচু বাড়িঘরে ঢুকে পড়ে চরম দূষিত দুর্গন্ধযুক্ত পানি। দুর্গতির সীমা থাকে না অসংখ্য মানুষের। এর স্থায়ী বিহিত হওয়া জরুরি। দুই সিটির প্রশাসনকে এ ব্যাপারে গা-ঝাড়া দিয়ে উঠে দাঁড়িয়ে তদারকি জোরদার এবং দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে হবে। দেশের রাজধানীর রাস্তাঘাট নিয়ে ‘প্রদীপের নিচে অন্ধকার’ এমন অমর্যাদার আপ্তবাক্য প্রযোজ্য হোক-তা কাম্য নয়।
শিরোনাম
- ওমানকে উড়িয়ে এশিয়া কাপে দারুণ শুরু পাকিস্তানের
- রাজধানীতে ছাত্রশিবিরের বিক্ষোভ
- ফারহান ফাইয়াজের মতো শহীদদের স্মরণে নতুন করে দেশ গড়ব
- ওমানে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু
- নিষেধাজ্ঞা প্রত্যাহার, ডাগআউটে ফিরছেন ফ্লিক
- খুলনায় অবৈধ অস্ত্রসহ ইউপি চেয়ারম্যান আটক
- তিন দফা দাবিতে খুলনায় প্রকৌশলী শিক্ষার্থীদের মহাসমাবেশ
- খালিয়াজুরীতে স্পিডবোট ডুবে চার শিশু নিখোঁজ
- খেলাধুলা শুধু বিনোদন নয়, জাতির প্রাণশক্তিও: ফারুক-ই-আজম
- অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগ করলেন জাকসু নির্বাচন কমিশনার
- জাতীয় নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কোনো প্রভাব ফেলবে না : দুলু
- পরিবেশ অধিদপ্তরের অভিযান: ৩৭৯৭ মামলা, জরিমানা ২৬ কোটি
- ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ১২ সদস্য গ্রেফতার
- নুরাল পাগলের দরবারে হামলার এক সপ্তাহ পর ওসির বদলি
- কক্সবাজারে ফুটবল ম্যাচ ঘিরে সংঘর্ষে ইউএনওসহ আহত ৫০
- মানহীন রেস্টুরেন্ট ও খাবার দোকানের ছড়াছড়ি বরিশালে
- জেলের জালে ধরা পড়ল ৩০ কেজি ওজনের ট্রেভ্যালি ফিশ
- ব্রেস্ট ক্যান্সার সচেতনতায় চট্টগ্রাম নগর সাজবে পিংক কালারে
- টেকনাফে মানব পাচারকারী চক্রের ৫ সদস্য আটক
- যুব সমাজ কোনো রক্তচক্ষু মেনে নিবে না: হেলাল
রাজধানীর বেহাল সড়ক
প্রদীপের নিচে অন্ধকার
প্রিন্ট ভার্সন

সর্বশেষ খবর

ইরানের ক্ষতিগ্রস্ত স্থাপনার নিচে এখনো রয়েছে পারমাণবিক উপাদান : আব্বাস আরাঘচি
১৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

কার্কিকে প্রধানমন্ত্রী করতে রাজি নেপালের রাষ্ট্রপতি, পার্লামেন্ট ভাঙতে আপত্তি
১৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম