স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করেছেন। রবিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তারা শাহজাদপুর বিসিক বাসস্ট্যান্ড এলাকায় মানববন্ধন ও সিরাজগঞ্জ-পাবনা মহাসড়কে অবরোধ কর্মসূচি পালন করেন।
দীর্ঘ দুই ঘণ্টা অবরোধ চলাকালে মহাসড়কের দুই পাশে ব্যাপক যানজট সৃষ্টি হয়। এতে চালক ও যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।
শিক্ষার্থীরা বলেন, “২০১৬ সালে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলেও এখন পর্যন্ত ক্যাম্পাসের জন্য কোনো দৃশ্যমান পদক্ষেপ নেয়নি সরকার। বর্তমানে আমরা চারটি ভাড়া ভবনে পাঠ নিচ্ছি, যেখানে নেই আবাসন, নিরাপত্তা, ক্লাসরুম কিংবা খেলার মাঠ।”
শিক্ষার্থীদের এই কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন। নাসিম উদ্দিন মালিথা পরিষদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী, শাহজাদপুর সচেতন নাগরিক ফোরামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরাও মানববন্ধনে অংশ নেন।
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হাসান তালুকদার, প্রো-ভিসি প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়া এবং ট্রেজারার ড. ফিরোজ আহমদসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তারাও শিক্ষার্থীদের সঙ্গে রাজপথে নেমে আন্দোলনে অংশ নেন।
ভিসি ড. হাসান তালুকদার বলেন, “শুধু শিক্ষার্থীরাই নয়, শিক্ষকরা এবং সংশ্লিষ্টরাও চরম ভোগান্তির মধ্যে আছেন। আমরা পড়াতে পারছি না, শিক্ষার পরিবেশ নেই। এবার দেয়ালে পিঠ ঠেকে গেছে। দাবি পূরণ না হলে রাজপথ ছাড়বো না।”
অবরোধ শেষে শিক্ষার্থীরা ঘোষণা দেন, আগামীকাল ২৮ জুলাই সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন-৩ সংলগ্ন ঢাকা-পাবনা মহাসড়কে প্রতীকী ক্লাস অনুষ্ঠিত হবে।
বিডি প্রতিদিন/আশিক