পাকিস্তানের প্রখ্যাত আলেম মুফতি তারিক মাসুদ ইসলাহি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক মিলনায়তনে (টিএসসি) বয়ান করেছেন। গতকাল সকাল ১০টায় টিএসসি মিলনায়তনে এ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ঢাবির ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মোস্তফা মনজুর। ৯ দিনের সফরে গত ২২ জুলাই তিনি বাংলাদেশে এসেছেন। ইসলামি অঙ্গনে তার আগমন নিয়ে ইতোমধ্যে দেশজুড়ে সৃষ্টি হয়েছে ব্যাপক আগ্রহ ও উৎসাহ। সফরকালে তিনি ঢাকা, কক্সবাজার, সিলেট ও মৌলভীবাজারসহ বিভিন্ন স্থানে ইসলামি আলোচনা, ফিকহ সেমিনার, তরুণদের উদ্দেশে দাওয়াহভিত্তিক কর্মসূচি এবং আলেম-উলামাদের সঙ্গে মতবিনিময় করবেন।