জুলাই গণ অভ্যুত্থান দমনে নির্বিচারে মারণাস্ত্র ব্যবহারের ফলে ভাবমূর্তির সংকটে থাকা পুলিশ বাহিনীকে আর কোনো মারণাস্ত্র না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার সচিবালয়ে আইনশৃঙ্খলা-সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে নেওয়া এ সিদ্ধান্ত সময়োপযোগী ও তাৎপর্যের দাবিদার। সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের বলেছেন, পুলিশের কাছে যেসব মারণাস্ত্র রয়েছে, সেগুলো জমা দিতে বলা হবে। বলেছেন, সরকার র্যাব পুনর্গঠনেরও সিদ্ধান্ত নিয়েছে। র্যাব বর্তমান নামে থাকবে কি না, বর্তমান পোশাক বহাল থাকবে কি থাকবে না আর পুনর্গঠন কীভাবে হবে, তা পর্যালোচনায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আবদুল হাফিজকে প্রধান করে একটি কমিটি গঠন করে দেওয়া হয়েছে। এ কমিটি হবে পাঁচ থেকে ছয় সদস্যের। বিভিন্ন বাহিনী থেকে কমিটির সদস্য নেওয়া হবে। কমিটি চাইলে সদস্যসংখ্যা বাড়াতে পারবে। এ কমিটি র্যাবের নাম থাকবে কি থাকবে না, তাদের কার্যক্রম কেমন হবে, ঠিক করবে। পুলিশ বাহিনী ও র্যাব দেশের আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাদের নানা সাফল্য প্রশংসার দাবিদার। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ক্ষমতায় থাকার হাতিয়ার হিসেবে ব্যবহার করতে গিয়ে পুলিশ ও র্যাবের ভাবমূর্তিকেই প্রকারান্তরে জিম্মি করা হয়েছে। বিশেষ করে জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র-জনতার ক্ষোভের লক্ষ্যস্থল হয়ে দাঁড়ায় এই দুই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কর্তৃত্ববাদী সরকারের হুকুম তামিল করতে গিয়ে তারা দেশবাসীর প্রতিপক্ষে পরিণত হয়। গণ অভ্যুত্থানের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিক্ষোভ দমনে ব্যবহার করা হয়েছে যথেচ্ছভাবে। বিপুলসংখ্যক ছাত্র-জনতা হতাহত হয়েছে মারণাস্ত্র ব্যবহারের কারণে। ছাত্র-জনতার তীব্র ক্ষোভে সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্থাপনা আক্রান্ত হয়। প্রাণও হারান বেশ কিছু পুলিশ সদস্য। ভাবমূর্তির সংকটের কারণে জুলাই বিপ্লব জয়ী হওয়ার পর পুলিশ বাহিনী নিষ্ক্রিয় হয়ে পড়ে সৎ সাহসের অভাবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জনগণের বাহিনীতে পরিণত করার উদ্দেশ্যে পুনর্গঠনের যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা প্রশংসার দাবিদার। আশা করা যায়, এর ফলে তারা ভাবমূর্তির সংকট থেকে বেরিয়ে আসতে পারবে।
শিরোনাম
- প্রচণ্ড তাপদাহের পর কুড়িগ্রামে বৃষ্টিতে জনজীবনে স্বস্তি
- মুস্তাফিজের আইপিএল অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা!
- জাপানে সামরিক প্লেন বিধ্বস্ত
- ‘সোহরাওয়ার্দী উদ্যানকে নিরাপদ জায়গায় রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে’
- আরব আমিরাতের উদ্দেশে দেশ ছাড়ল টাইগাররা
- সাম্যের গ্রামের বাড়িতে শোকের মাতম, দোষীদের ফাঁসির দাবি
- জুলাই অভ্যুত্থান: জাতিসংঘের রিপোর্টকে ঐতিহাসিক দলিল হিসেবে সংরক্ষণে রুল
- দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলনের ঘোষণা জবি শিক্ষার্থীদের
- সাম্য হত্যা : ঢাবিতে বৃহস্পতিবার শোক, অর্ধদিবস ক্লাস-পরীক্ষা বন্ধ
- পর্নগ্রাফি ওয়েবসাইট নিষিদ্ধ করছে যুক্তরাষ্ট্র?
- মির্জা ফখরুলের চোখের অস্ত্রোপচার সম্পন্ন
- ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার ঘটনা তদন্তে কমিটি গঠন
- অসীম-অপুর ১৪ ফ্ল্যাট ও ৫ দোকান দেখভালে রিসিভার নিয়োগ
- যার মাথার দাম ছিল এক কোটি ডলার, তার সঙ্গেই হাত মেলালেন ট্রাম্প
- হতাশাজনক মৌসুম, পুরস্কার বিতরণী অনুষ্ঠান বাতিল করল ম্যানইউ
- সমালোচনার মুখে বদলে গেল ‘আ-আম জনতা’ পার্টির নাম
- আইএমএফের চতুর্থ ও পঞ্চম কিস্তির ১.৩ বিলিয়ন ডলার পাওয়া যাবে জুনেই
- ভারতের আলোচিত কর্নেল সোফিয়াকে ‘সন্ত্রাসীদের বোন’ বললেন বিজেপি মন্ত্রী
- যমুনায় গেলেন জবি উপাচার্য-ট্রেজারার
- মোদি ফের হামলা চালাতে পারেন, প্রস্তুত থাকতে হবে : ইমরান খান