ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)'র মোগড়া কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে দলের দক্ষিণাঞ্চলের সিনিয়র যুগ্ম মুখ্য সংগঠক আতাউল্লাহ বলেছেন, এনসিপির কার্যালয় হবে দেশের নিপীড়িত, নির্যাতিত ও অসহায় মানুষের আশ্রয়স্থল।
শুক্রবার বেলা ১২টায় অনুষ্ঠিত ওই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, বাংলাদেশের নাগরিকদের নানা সমস্যার সমাধানের কেন্দ্রবিন্দু হবে এনসিপি। সাম্য ও ন্যায়ের ভিত্তিতে আমরা মানুষের পাশে দাঁড়াবো। কেউ নির্যাতিত হলে আমরা তার পাশে দাঁড়িয়ে যথাযথ সমাধান নিশ্চিত করব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজয়নগর উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী আমিনুল ইসলাম এবং কসবা উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী কাজী মোশাহেদ উল্লাহ। সভাপতিত্ব করেন আখাউড়া উপজেলা শাখার সদস্য এম. এ. হান্নান এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জমসেদ ভূঁইয়া। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়ক ফারান সাকিবসহ স্থানীয় নেতাকর্মীরা। বক্তারা বলেন, উপজেলা পর্যায়ে দলীয় কার্যক্রম আরও বেগবান ও সংগঠিত করতে এই কার্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিডি প্রতিদিন/এএ