ঝিনাইদহের মহশেপুর সীমান্তে এক ভারতীয়কে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল দুপুরে বাঘাডাংগা সীমান্ত থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রঞ্জিত কুমার (৫৬) ভারতের শিতারামপুর উত্তর প্রদেশের রামপুরমথুরা বাসুরা গ্রামের প্রফুল্লাহ কুমারের ছেলে।
৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, সীমান্ত পিলার-৬০/৩৩-আর-এর কাছে বাংলাদেশের অভ্যন্তরে কাঞ্চনপুর গ্রামের ব্রিজের ওপর রঞ্জিত কুমারকে দাঁড়িয়ে থাকতে দেখতে পায় বিজিবির টহল দল। পরে তাকে গ্রেপ্তার করা হয়।