দেশের অর্থনীতিকে সুস্থ ধারায় দাঁড় করানোর ক্ষেত্রে সরকার এখন পর্যন্ত দৃষ্টিগ্রাহ্য কোনো সাফল্য অর্জন করতে পারেনি। অর্থনীতি হলো রাজনীতির প্রাণ। রাজনৈতিক স্থিতিশীলতার চাবিকাঠি হিসেবেও এটি বিবেচিত। সহজেই অনুমেয় দেশের অর্থনীতিকে সবল করার চেষ্টায় সরকারের আন্তরিকতার ঘাটতি নেই। সরকারপ্রধান জগৎজুড়ে নন্দিত একজন অর্থনীতিবিদ। অর্থমন্ত্রীর পরিচয়ও স্বনামখ্যাত অর্থনীতিবিদ হিসেবে। উপদেষ্টা পরিষদে অর্থনীতির ক্ষেত্রে পণ্ডিত বলে বিবেচিত আরও অন্তত একজন সদস্য রয়েছেন। উপদেষ্টা পরিষদে রয়েছেন দেশের শীর্ষ শিল্পোদ্যোক্তাদের একজন। তারপরও যে অর্থনীতিতে গতি সৃষ্টি হয়নি, তা এক চরম সত্যি। অর্থনীতির প্রায় সব খাতেই বিরাজ করছে স্থবিরতা। ফলে আস্থাহীনতায় ভুগছেন ব্যবসায়ীরা। মূল্যস্ফীতি কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্যমতে, চলতি বছরের জানুয়ারি শেষে খাদ্য মূল্যস্ফীতির পরিমাণ দাঁড়িয়েছে ১০ দশমিক ৭২ শতাংশ। যদিও গত বছরের ডিসেম্বরের তুলনায় ২ দশমিক ২ শতাংশ কমেছে। আগামী মাসে খেলাপি ঋণ ছাড়িয়ে যাবে ৫ লাখ কোটি টাকা। গত বছরের সেপ্টেম্বর শেষে খেলাপি ঋণের পরিমাণ ছিল ২ লাখ ৮৪ হাজার ৯৭৭ কোটি টাকা। ডিসেম্বর শেষে বেসরকারি খাতে ঋণপ্রবৃদ্ধি ২ দশমিক ৫ শতাংশ কমে ৭ দশমিক ৩ শতাংশে দাঁড়িয়েছে। ২০২৪-২৫ অর্থবছরের জুলাই-সেপ্টেম্বরে নিট বিদেশি বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে ১০ কোটি ৪০ লাখ ডলার। বেসরকারি বিনিয়োগ আটকে আছে ২৩ থেকে ২৪ শতাংশের মধ্যে। বিশ্লেষকদের অভিমত, বর্তমান সরকারের কাছে সবচেয়ে চ্যালেঞ্জিং বিষয় হচ্ছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও দেশের ব্যাংক খাতের ওপর আমানতকারীদের আস্থা ফেরানো। যার অংশ হিসেবে দুর্বল ব্যাংকগুলোর গ্রাহকদের অর্থ ফেরত দিতে ২২ হাজার ৫০০ কোটি টাকা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কয়েক দফায় নীতি সুদহার বাড়িয়ে ১০ শতাংশ করা হয়েছে। তারপরও ওই দুই খাতে অগ্রগতির দেখা নেই। জুলাই গণ অভ্যুত্থান দেশের মানুষকে স্বপ্ন দেখিয়েছিল। আশায় তারা বুক বেঁধেছিল। অর্থনীতির নড়বড়ে অবস্থা সাধারণ মানুষকে হতাশ করছে। যা রোধে ব্যবসাবাণিজ্যে সুস্থ পরিবেশ সৃষ্টিতে সরকারকে যত্নবান হতে হবে।
শিরোনাম
- শ্রমিকদের জীবনমান উন্নয়নে সরকার বদ্ধপরিকর : শ্রম উপদেষ্টা
- ফসলের হাসপাতাল, সেবা নিচ্ছেন সহস্রাধিক কৃষক
- রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২১৩৭ মামলা
- বগুড়ায় তিন ঘণ্টার বৃষ্টিতে সড়কে হাঁটু পানি
- শেরেবাংলা নগর থানায় নতুন ওসি
- এনবিআর কর্মকর্তা-কর্মচারীদের কলম বিরতি সাময়িক স্থগিত
- তিন দফা দাবি আদায়ে বাগেরহাট মেরিন ইনস্টিটিউট শাটডাউন
- বগুড়ায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ৩
- সিংড়ায় যুবদল কর্মীর উপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
- বিজিবির সাবেক মহাপরিচালক ও তার স্ত্রীর আরও ৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধ
- সাড়ে ১০ হাজারেরও বেশি হয়রানিমূলক রাজনৈতিক মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত
- ফেনীতে কোরবানির পশুর চাহিদার চেয়ে সরবরাহ বেশি
- হবিগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ নিহত ৩
- জব্দ করা সম্পত্তির মূল্য ১ লাখ ৩০ হাজার কোটি টাকা : প্রেস সচিব
- গার্মেন্টস কর্মীদের বেতন-বোনাস দিতে হবে ৩ জুনের মধ্যে : স্বরাষ্ট্র উপদেষ্টা
- কর্মকর্তাদের কলমবিরতি; চট্টগ্রাম কাস্টম হাউসের কার্যক্রম ব্যাহত
- ৫৫৩ কোটি টাকা ঋণ : এস আলমসহ ৩১ জনের বিরুদ্ধে মামলা অনুমোদন
- স্ত্রী-সন্তানসহ যশোরের সাবেক মেয়রের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগে সার্চ কমিটি গঠন
- সাত বিষয়ে এনসিপির দৃষ্টিভঙ্গি তুলে ধরলেন নাহিদ