বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, জাতীয়তাবাদী যুবদল হচ্ছে বিএনপির মূল শক্তি। গত ১৭ বছরে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে হাজার হাজার নেতাকর্মী অত্যাচার, নির্যাতন, নিপীড়ন ও জেল-জুলুমের শিকার হয়েছেন। আমাদের দলীয় কোনো অনুষ্ঠান করতে দেয়নি।
সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে দিনাজপুর জেলা যুবদলের আয়োজনে ইনস্টিটিউট মাঠে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
ডা. জাহিদ বলেন, দীর্ঘদিনের আন্দোলনের ফসল হচ্ছে ফ্যাসিবাদী আওয়ামী সরকারের পতন। আর এই যুবশক্তিই হচ্ছে দেশের চালিকাশক্তি। শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে যুব সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে। আসন্ন নির্বাচনকে বানচাল করতে একটি অপশক্তি কাজ করছে। ঐক্যের মধ্যে ফাটল ধরিয়ে স্বৈরাচারী কায়দায় ক্ষমতা দখলের চেষ্টা চালাচ্ছে। বিএনপি এটা হতে দিবে না।
তিনি আরও বলেন, আজকের যুব সমাজ যদি দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, তবে এই দেশ আবারও গণতন্ত্র ও ন্যায়বিচারের পথে অগ্রসর হবে। যুবদল হচ্ছে বিএনপির প্রাণ। তারুণ্যের শক্তিই একদিন এই দেশের ভাগ্য পরিবর্তনের মূল চালিকাশক্তি হবে। গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে যুবদল সবসময় অগ্রভাগে থেকেছে এবং ভবিষ্যতেও থাকবে।
এর আগে, ডা. এ কে এম জাহিদ কেক কেটে ৪৭তম যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন। কেক কাটার পর সেটি স্থানীয় একটি এতিমখানায় হস্তান্তর করা হয়, যা সংগঠনের মানবিক ও সমাজসেবামূলক দৃষ্টিভঙ্গির একটি অনন্য উদাহরণ সৃষ্টি করে।
এরপর দিনাজপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ রাস্তা অতিক্রম করে ইনস্টিটিউট প্রাঙ্গণে এসে শেষ হয়। দিনাজপুর ইনস্টিটিউট থেকে বর্ণাঢ্য শোভাযাত্রায় নেতৃত্ব দেন ডা. জাহিদ।
এসময় জেলা যুবদলের আহ্বায়ক একেএম মাসুদুর রহমান রেজাউর রহমান রেজা ও জেলা বিএনপির সভাপতিসহ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই