আজ মধ্যরাতে শেষ হচ্ছে ২২ দিনের সাগরে মাছ ধরার নিষেধাজ্ঞা। এর ফলে দীর্ঘদিন পর কুতুবদিয়ার জেলে পল্লীগুলোতে ফিরেছে কর্মচাঞ্চল্য। শুক্রবার সকাল থেকেই জেলেরা নৌকা, জালসহ মাছ ধরার সমস্ত সরঞ্জাম প্রস্তুত করেছেন। কেউ কেউ মধ্যরাত থেকেই সাগরের উদ্দেশ্যে রওনা হবেন।
জেলেরা জানান, নিষেধাজ্ঞার সময় তারা কর্মহীন ছিলেন এবং ধারদেনা করে সংসার চালাতে হয়েছে। এখন নিষেধাজ্ঞা শেষে তারা আশা করছেন মাছ ধরে আগের ধারদেনা পরিশোধ করতে পারবেন। কুতুবদিয়ায় সাগরে মাছ ধরার নিবন্ধিত জেলের সংখ্যা ১০ হাজার ৯৫৯ জন।
ডেইল ইউনিয়নের জেলে রফিক উদ্দিন ও হাসমত আলী জানান, তারা নৌকায় সমস্ত মাছ ধরার সরঞ্জাম তুলেছেন। নিষেধাজ্ঞা ২২ দিন অভিযান ছিল। এ জন্য সাগরে যেতে পারিনি। এখন সময় হয়েছে সাগরে যাওয়ার। বেশি মাছ পাওয়ার অপেক্ষায় সাগরে যাচ্ছেন জেলেরা।
উত্তর ধূরুং ইউনিয়নের জেলে কামরুল ইসলাম, আশিকুর রহমান ও আজাদ বলেন, এ ২২ দিন কষ্ট করে চলতে হয়েছে তাদের। তবে, বেশি মাছ পাওয়ার আশায় নতুন স্বপ্নে সাগরমুখী হচ্ছেন তারা। ভাগ্য ভালো হলে বিগত দিনের ধারদেনা পরিশোধ করার সুযোগ হবে।
এ সময় জেলে পেশায় জড়িত হয়েও নিবন্ধিত জেলে হতে না পারায় দুঃখ প্রকাশ করেন তারা।
কুতুবদিয়া মৎসজীবি ফেডারেশনের সভাপতি আবুল কালাম আজাদ জানিয়েছেন, নিষেধাজ্ঞার শেষে কুতুবদিয়ার প্রায় সাড়ে ২২ হাজার জেলে মাছ ধরতে সাগরে যাওয়ার সব প্রস্তুতি সম্পন্ন করেছে। ইতোমধ্যে সাগরে যাওয়া শুরু করবে মাছ ধরার নৌকা গুলো।
উল্লেখ্য, ইলিশের প্রজনন বৃদ্ধির লক্ষ্যে গত ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সাগরে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে সরকার। আজ ২৫ অক্টোবর রাত ১২টা থেকে শেষ হচ্ছে সাগরে মাছ ধরার উপর ২২ দিনের নিষেধাজ্ঞা।
বিডি-প্রতিদিন/আশফাক