খাগড়াছড়ির দীঘিনালা-লংগদু সড়কের বেতছড়িতে খালের ওপর নির্মিত বেইলি ব্রিজের পাটাতন দেবে কাভার্ড ভ্যান আটকে যাওয়ায় শুক্রবার সকাল থেকে যানবাহন চলাচল বন্ধ ছিল। দীর্ঘ ৮ ঘণ্টা পর সেতুটি সংস্কার করা হলে সন্ধ্যার আগে থেকেই যানবাহন চলাচল শুরু হয়েছে।
দীঘিনালা উপজেলার নির্বাহী কর্মকর্তা ইনামুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে বিকল্প বেইলি ব্রিজটিতে অতিরিক্ত মালামাল বোঝাই একটি কাভার ভ্যান আটকে গেলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে সড়ক ও জনপদ বিভাগের অক্লান্ত পরিশ্রমে পুনঃরায় সন্ধ্যার আগে আগে ব্রিজটি চালু করা হয়। ফলে যানবাহন চলাচল এখন স্বাভাবিক হয়েছে।
সকাল থেকেই দীঘিনালা-লংগদু সড়কের দুই পাশের স্থানীয় যানবাহন, যাত্রবাহী গাড়ি ও পণ্যবাহী যান চলাচল বন্ধ ছিল। এতে ভোগান্তিতে পড়েন যাত্রী সাধারণ।
বিডি প্রতিদিন/নাজমুল