নরসিংদী সদর উপজেলার পশ্চিম ঘোড়াদিয়ায় বসতবাড়িতে বাইরে দিয়ে দরজা বন্ধ করে পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দেন মাদকাসক্ত স্বামী ফরিদ মিয়া। এতে তার স্ত্রী-সন্তানসহ ৬ জন দগ্ধ হয়েছেন।
এদের মধ্যে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ভোরে ৫ জনকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক গুরুতর তিনজনকে ভর্তি রেখে বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন।
দগ্ধরা হলেন- রীনা বেগম (৩৮), তার ছেলে ফরহাদ (১৫), তৌহিদ (৭), রীনার বোন সালমা আক্তার (৩৫) আরাফাত ও জিহাদ।
সালমা জানান, তার ভগ্নিপতি বুধবার দিবাগত রাত আনুমানিক আড়াইটা থেকে ৩টার দিকে ঘরে বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে দিয়ে চতুর্দিকে পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দেয়।
প্রতিবেশী ওমর ফারুক বলেন, আমরা তাদের আর্তচিৎকার শুনে ঘরের বেড়া ভেঙে ভেতর থেকে একে একে তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল নিয়ে যাই। পরে ভোর সোয়া ৫টায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান জানিয়েছেন, দগ্ধের মধ্যে তিনজনকে ভর্তি দেওয়া হয়েছে। রীনা বেগমের শরীরের ৫৪ শতাংশ, তার ছেলে ফরহাদের ৪০ শতাংশ ও তৌহিদ ১৬ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের তিনজনের অবস্থা গুরুতর।
এ ব্যাপারে নরসিংদী মডেল থানার উপপরিদর্শক (এসআই) অনিক কুমার গুহ বলেন, ৯৯৯-এ খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। পরে তাদের প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় পাঠানো হয়েছে। তবে কীভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তা আমরা এখনো বলতে পারছি না। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।
বিডি প্রতিদিন/কেএইচটি