নেত্রকোনা পৌরশহরের ফুটপাত দখলমুক্ত করতে অবশেষে জেলা প্রশাসক উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন। পৌরশহরের বিভিন্ন সড়কের পাশে প্রায় এক কিলোমিটার জুড়ে মুক্তকরনের অভিযান পরিচালনা হয়।
রবিবার দুপুর থেকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে দখল হওয়া ফুটপাতে অভিযান চানায়। এরপর একে একে মোক্তাপাড়া, ছোটবাজার সুপার মার্কেট হয়ে তেরিবাজার পর্যন্ত বিভিন্নস্থানে সড়কের দুইপাশের ফুটপাত দখল করে থাকা অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হয়। নেত্রকোনা পৌরসভার প্রশাসক স্থানীয় সরকারের উপ পরিচালক মোহাম্মদ আরিফুল ইসলাম সরদারকে সাথে নিয়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান।
সড়কে আইনশৃঙ্খলা ফিরিয়ে আনতে বিভিন্ন সময়ে গড়ে ওঠা সড়কের পাশের ফুটপাতগুলো ভেঙ্গে সরিয়ে ফেলা হয়। এর অগে সপ্তাব্যাপী জেলা প্রশাসন মাইকিং করে দলখ মুকাত করে নিজস্ব দোকানের বাড়তি অংশ ভেতরে নেয়ার জন্য সতর্ক করেছিলেন। কিন্তু তাতে কাজ না হওযায় অবশেষে তিনি নিজে এই উচ্ছেদ অফিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনাকালে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান বলেন, ফুটপাত দখল করে রাখা বিভিন্ন ধরনের অন্তত অর্ধশত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। দখলদাররা যতবার ফুটপাত দখল করবে, ততবারই উচ্ছেদ অভিযান চলবে। তবে পরবর্তীতে উচ্ছেদের পাশাপাশি জেল-জরিমানাও প্রদান করা হবে। সেইসাথে যে সমস্থ জিনিস বা সবজি রাখা হবে ফুটপাতে সেগুলো নিয়ে নেয়া হবে বলেও হুশিয়ারি প্রদান করেছেন।
বিডি প্রতিদিন/এএম