কুষ্টিয়ার দৌলতপুরে ডাকাতির সময় শিশুর গলায় অস্ত্র ঠেকিয়ে এক গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ ও লুটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।
১৫ সেপ্টেম্বর গভীর রাতে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের কায়ামারি গ্রামে ঘটনাটি ঘটে। প্রথমে মামলা করতে ভুক্তভোগী পরিবারকে নিরুৎসাহিত করা হলেও এক সপ্তাহ পর সোমবার (২২ সেপ্টেম্বর) গৃহবধূ ও তার শ্বশুর দুটি পৃথক মামলা করেন। এর পর বিষয়টি গণমাধ্যমে প্রকাশ পায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় লাবু (৩৬), তারিখ (৪২) ও সুবেল (৩৫) নেতৃত্বে ৭-৮ জনের ডাকাত দল প্রথমে পাশের এক বাড়ি থেকে টাকা-স্বর্ণালংকার লুট করে। ফেরার পথে ভুক্তভোগীর বাড়িতে প্রবেশ করে তিন বছরের শিশুর গলায় অস্ত্র ঠেকিয়ে গৃহবধূকে ধর্ষণ করে এবং স্বর্ণালংকারসহ প্রায় দুই লাখ টাকার মালামাল লুট করে।
চিৎকারে প্রতিবেশীরা এসে গৃহবধূকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। পরে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।
দৌলতপুর থানার ওসি সোলাইমান শেখ বলেন, “তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। অপরাধীদের কেউই ছাড় পাবে না। অন্য আসামিদের ধরতে অভিযান চলছে।”
বিডি প্রতিদিন/হিমেল