এক সময় ভারত-পাকিস্তান ম্যাচ মানেই ছিল উত্তেজনার চূড়ান্ত রূপ, ক্রিকেট দুনিয়ার সবচেয়ে প্রতীক্ষিত দ্বৈরথ। তবে সময়ের সাথে সাথে দুই দলের পারফরম্যান্সের ফারাক এতটাই বেড়েছে যে, এখন আর সেই প্রতিদ্বন্দ্বিতার ছোঁয়া নেই বলে মনে করছেন ভারতের অভিজ্ঞ পেসার ইশান্ত শর্মা।
এক সাম্প্রতিক পডকাস্ট সাক্ষাৎকারে ইশান্ত বলেন, “পাকিস্তান তো এমনিতেই অনেক চাপের মধ্যে থাকে। আমরা যদি আরও চাপ দিই, সেটা তারা কীভাবে সামলাবে? গ্যালারিতে তাদের সমর্থকেরাও সবসময় চাপ সৃষ্টি করে। কখনো কখনো সত্যিই তাদের জন্য খারাপ লাগে।”

চলতি এশিয়া কাপে পাকিস্তানকে দুইবার হারিয়ে ভারত প্রমাণ করেছে দুই দলের শক্তিমানের ফারাক এখন কতটা। পাকিস্তানের এমন পতন দেখে খারাপ লাগার কথাই জানান ইশান্ত। তিনি বলেন, “আগে যখন ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুস, শোয়েব আখতার, সাকলায়েন মুসতাক, আফ্রিদির মতো কিংবদন্তিরা খেলতেন, তখন ভারত-পাকিস্তান ম্যাচে সত্যিকারের উত্তেজনা থাকত। এখনকার পাকিস্তান দল সেই মানের নয়।”
ইশান্ত শর্মার মতে, পাকিস্তান এখনও ভারতের মতো প্রতিভা, অবকাঠামো ও সুযোগ-সুবিধার ধারেকাছেও নেই। “আমাদের আছে শক্তিশালী ডোমেস্টিক স্ট্রাকচার, গভীর ট্যালেন্ট পুল, উন্নত ট্রেনিং ও প্রযুক্তি। পাকিস্তান সেই দিক থেকে অনেক পিছিয়ে।”
ভারতের বর্তমান অধিনায়ক সুর্যকুমার যাদবও সম্প্রতি পাকিস্তানকে নিয়ে মন্তব্য করেন, “আমরা এখন আর পাকিস্তানকে প্রতিদ্বন্দ্বী মনে করি না। দুই দলের পারফরম্যান্স ও পরিসংখ্যানের পার্থক্য অনেক বড়।”
বিডি প্রতিদিন/মুসা