ভারতে সুখোই সিরিজের পঞ্চম প্রজন্মের অত্যাধুনিক সু-৫৭ যুদ্ধবিমান তৈরি করতে চায় রাশিয়া। ইতোমধ্যে মস্কো এ সংক্রান্ত একটি প্রস্তাব নয়াদিল্লিকে দিয়েছে বলে সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে।
প্রস্তাবটি বর্তমানে ভারতের নয়াদিল্লি যাচাই করছে বলে জানা গেছে।
রাশিয়া যে এবারই প্রথম ভারতে যুদ্ধবিমান প্রস্তাব দিল—এমন নয়। এর আগে মিগ সিরিজের বেশ কয়েকটি এবং সুখোই সিরিজের সু-৩০ এমকেআই যুদ্ধ বিমান ভারতে নির্মাণ করেছে মস্কো।
সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি রাশিয়ার কাছে দুই স্কোয়াড্রন অর্থাৎ ৩৮টি সু-৫৭ যুদ্ধবিমান কেনার আগ্রহ জানায় ভারত। এই ক্রয় প্রস্তাবের প্রতিক্রিয়ায় এক বিবৃতিতে মস্কোর পক্ষ থেকে জানানো হয়, ‘নয়াদিল্লির এই প্রস্তাব মস্কো খুশির সঙ্গে গ্রহণ করছে এবং যথা সময়ে একদম প্রস্তুত অবস্থায় এই বিমানগুলোর চালান ভারতে পাঠানো হবে।”
“সেই সঙ্গে মস্কো চায়, সু-৫৭ সিরিজের যুদ্ধবিমানগুলো ভারতে তৈরি করা হোক। মস্কো এ ইস্যুতে নয়াদিল্লির উত্তর প্রত্যাশা করছে।”
ভারত এই প্রস্তাবে সাড়া দিলে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়েলয়ের সঙ্গে যৌথভাবে এই বিমান নির্মাণ করবে ভারতের রাষ্ট্রায়ত্ত কোম্পানি হিন্দুস্তান অ্যারোনেটিকস লিমিটেড (এইচএএল) এবং সম্ভবত মহারাষ্ট্রের নাসিক জেলায় এইচএএলের কারখানায় এই বিমান তৈরির কাজ শুরু হবে। কারণ এর আগে মিগ সিরিজ সুখোই সু- ৩০ এমকেআই বিমানগুলোও এ কারখানাতেই তৈরি করা হয়েছিল।
যেকোনও আবহাওয়ায় চলাচলে সক্ষমতা, ক্ষিপ্র গতি, স্থলভাগে নিখুঁত হামলা চলানো, প্রতিপক্ষের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দেওয়া— অর্থাৎ পঞ্চম প্রজন্মের একটি যুদ্ধবিমানের যা যা বৈশিষ্ট থাকা প্রয়োজন, সেগুলোর সবই রয়েছে সু-৫৭ যুদ্ধবিমানের। সূত্র: দ্য প্রিন্ট, আরটি
বিডি প্রতিদিন/একেএ