শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) চলমান শাটডাউন স্থগিত করে কাজে ফিরেছেন কর্মকর্তা ও কর্মচারীরা। তবে কর্মসূচি চালিয়ে যেতে চান বিএনপিপন্থি শিক্ষকরা।
বুধবার দুপুরে অফিসার্স সমিতির সভাপতি মোক্তার হোসেন বলেন, আমরা সার্বিক দিক বিবেচনা করে সাত দিনের জন্য শাটডাউন স্থগিত করছি। এ সময়ের মধ্যে দাবি পূরণ না হলে আবারও শাটডাউন ঘোষণা করা হবে।
জানা গেছে, শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে চতুর্থদিনেও অ্যাকাডেমিক ও দাফতরিক কার্যক্রম বন্ধ রেখে আন্দোলন করেন শিক্ষক-কর্মকর্তারা-কর্মচারীরা। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনার পর তারা দুপুর ১টার পর শাটডাউন স্থগিত করে দাফতরিক কাছে ফিরেছেন।
এদিকে, দাবি আদায়ে অনড় বিএনপিপন্থি শিক্ষকরা। জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি ড. আব্দুল আলিম বলেন, শিক্ষক লাঞ্ছনার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। শাটডাউন প্রত্যাহার করার সিদ্ধান্ত হয়নি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব বলেন, শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা সকলের কর্তব্য। সংকট থাকবে। সেটা আলোচনার মাধ্যমে সমাধানও করতে হবে। শাটডাউনই একমাত্র সমাধান নয়। যে দাবি জানানো হয়েছে, সেটা প্রক্রিয়াধীন।
বিডি-প্রতিদিন/বাজিত