জম্মু-কাশ্মীর থেকে আলাদা করে লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চল করার পর থেকেই সেখানে ক্ষোভ বাড়ছিল। এবার সেই ক্ষোভের আগুন আবারও জ্বলে উঠেছে। রাস্তায় নেমেছে অনেক মানুষ। লাদাখের লে শহরে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। রাজ্যের মর্যাদা এবং সাংবিধানিক সুরক্ষার দাবিতে এই আন্দোলন চালাচ্ছেন স্থানীয়রা।
আন্দোলনকারীরা আজ লে শহরে সম্পূর্ণ বনধের ডাক দিয়েছিলেন। বনধ চলাকালীনই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। আন্দোলনকারীরা লে-র বিজেপি কার্যালয়ে হামলা চালান। একইসঙ্গে পুলিশের সঙ্গেও তাদের ব্যাপক সংঘর্ষ হয়। বিক্ষোভকারীরা পুলিশের দিকে পাথর ছুঁড়েছে।একটি পুলিশ ভ্যানেও আগুন ধরিয়ে দেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস ছুঁড়েছে এবং লাঠিচার্জ করেছে। সাম্প্রতিক সময়ে লাদাখে এমন হিংসাত্মক ঘটনা এই প্রথম ঘটল।
গত তিন বছর ধরে লাদাখের মানুষ কেন্দ্রের শাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আসছেন। তাঁদের প্রধান দাবি, লাদাখকে রাজ্যের মর্যাদা দেওয়া হোক এবং সংবিধানের ষষ্ঠ তফসিলে অন্তর্ভুক্ত করা হোক। এর ফলে তাঁরা নিজেদের জমি, সংস্কৃতি এবং পরিচয় রক্ষা করতে পারবেন বলে মনে করছেন। আন্দোলনকারীদের মধ্যে রয়েছেন বিশিষ্ট পরিবেশকর্মী সোনম ওয়াংচুক। যিনি এই দাবিতে অনশনও করছেন।
আন্দোলনকারীদের সঙ্গে কথা বলতে কেন্দ্র একটি উচ্চ-পর্যায়ের কমিটি গঠন করা হয়েছিল। কিন্তু সেই আলোচনা থেকে কোনো সমাধান সূত্র বের হয়নি। এই বছরের মার্চ মাসে আন্দোলনকারী নেতারা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করেছিলেন। কিন্তু সেই বৈঠকও ব্যর্থ হয়। একজন আন্দোলনকারী নেতা জানান, বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের বলেন যে, লাদাখকে আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল করা তাঁর ভুল ছিল। একইসঙ্গে তিনি রাজ্যের মর্যাদা এবং ষষ্ঠ তফসিলে অন্তর্ভুক্ত করার দাবিও খারিজ করে দেন।
৬ অক্টোবর কেন্দ্র আবার লাদাখের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসছে। এই বৈঠকের দিকেই এখন সবার নজর।
সূত্র: এনডিটিভি
বিডি প্রতিদিন/নাজমুল